পাগলাপীরে ৫দিন ব্যাপী শ্রী শ্রী বাসন্তী উৎসব সম্পন্ন

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
আনন্দঘন পরিবেশে ও ধর্মীয় ভাব গম্ভীর্য্যরে মধ্যে দিয়ে সম্পন্ন হল রংপুরের পাগলাপীরের সনাতন হিন্দু ধর্মালম্বীদের টানা ৫দিন ব্যাপী শ্রী শ্রী বাসন্তী পুজা উৎসব। গতকাল শনিবার উৎসবের মহা বিজয় দশমীতে অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের শিশু কিশোর কিশোরী তরুন তরুনী যুবক যুবতী সহ আবাল বৃদ্ধ বনিতারা শঙ্খ উলু ধ্বনি  ঢাক ঢোল ও সানাইয়ের বাজনার তালে তালে অশ্রু মিশ্রিত জলে মা বাসন্তী দেবীকে আগামী দিনের আমন্ত্রন জানিয়ে বিদায় জানান। গত মঙ্গলবার সন্ধায় মহা ষষ্ঠী পুজা পালনের মধ্যে দিয়ে শুরু হয় এ উৎসব। জানাগেছে শ্রী শ্রী বাসন্তী পুজা উৎসব অঞ্চলের হিন্দু সম্প্রদায় দের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এবারে এই উৎসবে পাগলাপীরের হাজরারঝার, শলেয়া শাহ্ কোদাল ধোয়া, দক্ষিন খলেয়া নুনিটারী, উত্তর খলেয়া পঞ্চায়েত পাড়া, ডোন্দরা, ও পুর্ব খলেয়া ধনতোলা ঠাকুর পাড়া সহ অঞ্চলের ১০টি স্থানে এ উৎসব উদ্যাপন হয়েছে।  

পুরোনো সংবাদ

রংপুর 3931375006688949721

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item