তথ্য গোপন করে চাকুরি ও পদোন্নতি


ফজলুর রহমান,পীরগাছা (রংপুর) ঃ



রংপুরের পীরগাছায় কান্দিনার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তথ্য গোপন করে এক সহকারী শিক্ষক চাকুরীতে যোগদান ও কৌশলে পদোন্নতি নিয়ে প্রধান শিক্ষক হিসেবে সরকারী সুযোগ-সুবিধা ভোগ করছেন বলে অভিয়োগ পাওয়া গেছে। বিষয়টি ফাঁস হয়ে পড়লে এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।  
জানা গেছে, ১৯৯১সালে এলাকার শিক্ষানুরাগীগণ চরাঞ্চলে শিক্ষার মান উন্নয়নে উপজেলার ছাওলা ইউনিয়নে কান্দিনার চর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। এ সময় ম্যানেজিং কমিটি শহিদুল ইসলাম সহ ৪ জন সহকারি শিক্ষক নিয়োগ দেন। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে ফাঁিক দিয়ে সহকারি শিক্ষক মোঃ শহিদুল ইসলাম নিজে তথ্য গোপন করে বিদ্যালয় জাতীয় করণের সময় ১৯৯৬ সালের ১৫ জুন সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার শিক্ষক তথ্য বিবরণীতে (খ-ফরম) প্রদান করেন। এদিকে তথ্য অনুসন্ধান করে জানা যায়, শহিদুল ইসলাম ১৯৯২ সালে দাখিল, ১৯৯৪ সালে আলিম, ১৯৯৭ সালে ফাজিল পাশ করেন। চাকুরী কালীন অবস্থায় তিনি সি ইন এড ২০০৫ সালে এবং এর ফলাফল প্রকাশ হয় ১২এপ্রিল/২০০৬ সালে। এদিকে শহিদুল ইসলাম ১৫ নভেম্বর/২০০৮ সালে নিয়ম নীতি না মেনে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি গ্রহণ করেন। প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি গ্রহনের পর ১ জুলাই/৯৯ সালে এমপিও ভূক্ত হন। যার হিসাব নম্বর ৬৮২০। এমপিও ভূক্তির পর প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জালিয়াতির মাধ্যমে সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে নিজের নাম উপজেলা শিক্ষা কমিটির ১১তম রেজুলেশনের ৫৩ নম্বরে ব্যবহার করে সরকারী সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন। ওই শিক্ষা কমিটির ১১তম রেজুলেশনের মূল কপিতে ১নং ক্রমিকে ত্রিপুর আজিজ আহম্মেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাইদুর রহমান এবং সর্বশেষ ৫২নং ক্রমিকে নামাপাড়া লাইলী বেগম সরকারী প্রথমিক বিদ্যালয়ের মহির উদ্দিনের নাম রয়েছে। সেখানে ৫৩ নং ক্রমিক জালিয়াতির মাধ্যমে করা হয়েছে বলে জানা যায়। নিয়োগ কালীন সময় তিনি আলিম পাশ। প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিধি অনুযায়ী  ১৯৯২ সালে ১ জুলাই এর পর পুরুষ শিক্ষকের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি, সি ইন এড/ বিএ পাশ থাকার কথা। পদোন্নতির ক্ষেত্রে ২০১০ সালের ৫ মে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের অন্যতম একটি শর্ত ভঙ্গ করে জাল জালিয়াতির মাধ্যমে পদোন্নতি গ্রহন করেছেন। 
এব্যাপারে অভিযুক্ত শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে জানান। 

পুরোনো সংবাদ

রংপুর 2410039762398198602

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item