গংগাচড়া পশ্চিম খাপড়িখাল সঃ প্রাঃ বিদ্যালয়ে সেলিনা খাতুনের যোগদানে শিক্ষার্থীদের উল্লাস


হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ্চিম খাপড়িখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (শুন্যপদে) মোছাঃ সেলিনা খাতুন মায়ালী যোগদান করেছেন। তিনি রবিবার সকাল ৯টায় প্রধান শিক্ষকের হাতে তার যোগদান পত্র জমা দেন। এ উপলক্ষ্যে শিক্ষক, কমিটি ও সুধী মহলে এক শুভেচ্ছা বিনিময় হয়। উক্ত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বলরাম রায়, সহকারী শিক্ষক অনিমা রানী মহন্ত, ম্যানেজিং কমিটির সভাপতি একরামুল হক ইউপি সদস্য দ্বারকানাথ রায়, ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ বিপুল চন্দ্র মহন্ত, ডাঃ কিসমত উল্লাহ, রেজিনা বেগম, হাসিনা বেগম, সুমন চন্দ্র রায়, স্থানীয় গন্যমান্য ও অভিভাবকদের মধ্যে শফির উদ্দিন, মহেন্দ্র নাথ রায়, এমদাদুল হক, ভুপেন চন্দ্র সরকার, জীবন কুমার রায় (সাবেক ইউপি সদস্য) ও ভাদু মিয়া। জানাগেছে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে স্মারক নং জেপ্রাশিঅ/রং/শিঃ বদলীঅনুঃ১৩/১১৮৬ তারিখ ৩০/০৩/১৬ খ্রিঃ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের স্মারক নং উশিঅ/রং/গংগা/৪৩০(৪০) তারিখ ৩১/০৩/১৬খ্রিঃ মোতাবেক গত ৩রা এপ্রিল ২০১৬ইং সহকারী শিক্ষক মোছাঃ সেলিনা খাতুন মায়ালী উক্ত প্রতিষ্ঠানে যোগদান করেন। এদিকে সহকারী শিক্ষক তার যোগদানের পূর্বে উক্ত প্রতিষ্ঠান ৪জন শিক্ষক দ্বারা পরিচালনা হওয়ার কথা থাকলেও দায়িত্ব পালন করেন মাত্র ২ জন শিক্ষক, ১জন ডেপুটিশন ও আর  ১টি শিক্ষকের পদ শুন্য থাকায় প্রতিষ্ঠানে পাঠ্য দান মারাত্বক বিঘœ ঘ্েট। এতে করে শিক্ষার্থী অভিভাবক মহলে দেখা দেয় হতাশা। ফলে বর্তমানে ২জন শিক্ষকের সঙ্গে আরও ১ জন শিক্ষক যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানে পাঠ্য দান বৃদ্ধি পাবে এবং শিক্ষার পরিবেশ ফিরে আসার সম্ভাবনায় ছাত্রছাত্রীসহ অভিভাবক মহলে বইছে স্বস্তি  আনন্দ উল্লাস । উক্ত প্রতিষ্ঠানে সেলিনা খাতুন মায়ালীকে যোগদানের অনুমতি প্রদান করায় জেলা উপজেলা কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী ও অভিভাবক মহল।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8328539217543339184

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item