রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণচুক্তি এ মাসেই


ডেস্কঃ
বহুল আলোচিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণচুক্তি এই মাসেই সই হবে। বিদ্যুৎসচিব এবং ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির চেয়ারম্যান মনোয়ার ইসলাম এ কথা বলেছেন।


রাজধানীর বিদ্যুৎ ভবনে আজ বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা নিয়ে আয়োজিত এক কর্মশালায় বিদ্যুৎসচিব বলেন,নির্মাণচুক্তি সইয়ের দিন, তারিখ শিগগিরই ঠিক করা হবে।

কর্মশালায় সভাপতির বক্তব্যে বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম বলেন, বর্তমান সরকারের চলতি মেয়াদ শেষে অর্থাৎ ২০১৯ সালের মধ্যে দেশের ৯৬ শতাংশ মানুষকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এই কর্মশালায় ২০৪১ সাল পর্যন্ত বিদ্যুৎ খাতের উন্নয়ন কীভাবে করা হবে, সে বিষয়ে মহাপরিকল্পনা প্রণয়নকারী জাইকার বিশেষজ্ঞরা কয়েকটি বিষয় উপস্থাপন করেন এবং বক্তব৵ দেন। 
কর্মশালায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে পরিবেশ, প্রাথমিক জ্বালানি এবং বৈশ্বিক বাস্তবতা বিবেচনায় রাখতে হবে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 1100864557744859905

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item