নিজামীর রিভিউ আবেদন কার্যতালিকায়


নিজস্ব প্রতিবেদক :



সুপ্রিমকোর্টের আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ পিটিশন শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য রয়েছে। ওইদিনের আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকার ১৯ নম্বর ক্রমিকে রিভিউ পিটিশনটি অন্তর্ভুক্ত রয়েছে। তবে শুনানি মুলতবির জন্য একটি আবেদন দাখিল করেছে আসামি পক্ষ।
গত ৩ এপ্রিল রিভিউ পিটিশন শুনানির জন্য কার্যতালিকায় আসে। কিন্তু আসামি পক্ষ ৬ সপ্তাহ সময় চেয়ে আবেদন করলে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এক সপ্তাহ সময় মঞ্জুর করে। সেই মোতাবেক রবিবার রিভিউ পিটিশন শুনানির জন্য রয়েছে।
বুদ্ধিজীবী নিধনসহ মানবতা-বিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের ওই রায় বহাল রাখে আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ১৫ মার্চ প্রকাশ পায়। রায় প্রকাশের পর গত ২৯ মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ পিটিশন দাখিল করেন নিজামীর আইনজীবীরা।

পুরোনো সংবাদ

প্রধান খবর 8668842290829385384

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item