নীলফামারীতে শিশুর প্রতি সহিংসতা” ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কনফারেন্স

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী,২৭এপ্রিল॥
”শিশুর প্রতি সহিংসতা” প্রতিরোধ কল্পে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে। জেলা প্রশাসনের সহযোগীতায় এবং বেসরকারী সংস্থা ঠাকুরগাওর ফ্রীডের আয়োজনে বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে এই কনফারেন্স। নীলফামারীর জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে ঢাকা থেকে  মুঠোফোনে কনফারেন্সের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এনডিসি নাছিমা বেগম। কনফারেন্সে উপস্থিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  যুগ্মসচিব ড. মোঃ আমিনুল ইসলাম মুল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসাইন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব, সদর মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সাংবাদিক তাহমিন হক ববী, বাংলাদেশ মহিলা পরিষদের চেয়ারম্যান রাবেয়া আলিম,ফ্রীডের চেয়ারম্যান তাহমিদ আখতার মোল্লা, নির্বাহী পরিচালক মাসতুরা বেগম,কো-অডিনেটর এস,এ সেলিম প্রমুখ। কনফারেন্সে উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, পৌর মেয়র, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা , জন প্রতিনিধি , সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রায় ১৫০ জন  উপস্থিত ছিলেন ।

পুরোনো সংবাদ

নীলফামারী 7639807666320937900

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item