নববর্ষে সন্ধ্যায় উন্মুক্ত কনসার্ট নয়: পুলিশ

ডেস্কঃ


পহেলা বৈশাখে বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।সেই সঙ্গে নববর্ষের সকালে নির্বিঘ্নে মঙ্গল শোভাযাত্রা আয়োজনে বিপুল নিরাপত্তা আয়োজনের কথা জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।  সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,  “আমরা সম্মানিত নগরবাসীকে জননিরাপত্তার স্বার্থে বিনীতভাবে অরুরোধ করব, পরামর্শ দেব, ৫টার পর উন্মুক্ত স্থানে কোনো কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান বা নৃত্যানুষ্ঠান করা যাবে না। এটা ৫টার মধ্যে শেষ করতে হবে। তবে ইনডোরে, সুরক্ষিত স্থানে রাতে বা সন্ধ্যার পরও বৈশাখী অনুষ্ঠান করা যাবে।”রাজধানীতে বর্ষবরণ আয়োজনের মূল কেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানের সব ফটক বিকাল সাড়ে ৪টার পর বন্ধ করে দেওয়া হলেও শহরের রাস্তায় বেড়াতে বা আনন্দ উদযাপনে কোনো বাধা নেই বলে পুলিশ কমিশনার জানান। “টিএসসিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ও ঢাকা শহরের অন্যান্য জায়গায়, সন্ধ্যার পরে হেঁটে বেড়াতে, গল্প করতে, বৈশাখের রঙ-বেরঙের পোশাক পরে জনগণ আনন্দ উৎসব করবে, আমরা পরিপূর্ণ নিরাপত্তা দেব- সেই ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নাই।”  

যা কিছু নিষেধ

# মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না, তবে চারুকলার তৈরি ঐতিহ্যবাহী মুখোশ হাতে রাখা যাবে।

# পণ্যের বিজ্ঞাপনের জন্যে বিশেষ টি শার্ট পরে মঙ্গল শোভাযাত্রায় যোগ দেওয়া চলবে না।

# বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবে না

পুরোনো সংবাদ

প্রধান খবর 4582973741638000303

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item