সিম পুনঃনিবন্ধনে সময় বাড়লো আরও একমাস


ডেস্কঃ
নির্ধারিত সময় শেষে প্রায় চার কোটি সিম ও রিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধন বাকি থাকায় ফের এই কার্যক্রমের জন্য আরও এক মাস সময় বাড়ালো সরকার। আগামী ৩০ মে পর্যন্ত এ সময়সীমা বাড়ানো হয়েছে বলে শনিবার (৩০ এপ্রিল) জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।তারানা হালিম বলেন, সিম পুনঃনিবন্ধন কার্যক্রম আগামী ৩০ মে রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে যেসব সিম এখনও রি-রেজিস্ট্রেশন করা হয়নি তা আজ (শনিবার) রাত থেকে তিনদিন প্রতীকী বন্ধ থাকবে।এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর সিম পুনঃনিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে সরকার। সাড়ে ৪ মাসে নির্ধারিত সময় ৩০ এপ্রিলের আগের দিন অর্থাৎ ২৯ এপ্রিল ৮ কোটি সিম পুনঃনিবন্ধন করা হয়।তাই নির্ধারিত সময় শেষের দিন অর্থাৎ ৩০ এপ্রিল এ কার্যক্রমের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী।এদিকে পুনঃনিবন্ধনের শেষ সময়ে চাপ পড়ায় ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।

পুরোনো সংবাদ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি 6770925178317990475

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item