কিশোরগঞ্জে দলীয় প্রার্থীতা নিয়ে নিজ নিজ সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী, বিপিএম জয়,কিশোরগঞ্জঃ
বিএনপি ও জাতীয় পাটির দলীয়ভাবে দুইজন করে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নিয়ে কিশোরগঞ্জ উপজেলায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময়  পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
উপজেলার  ৯ ইউনিয়নের চতুর্থ দফা  নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল/২০১৬) বিকাল ৫টা পর্যন্ত। কিশোরগঞ্জ সদর ইউনিয়নে প্রথমে বিএনপির দলীয় চেয়ারম্যান পদে মনোনীত হন উপজেলা বিএনপির সদস্য হোসেন সহীদ সরওয়ারর্দী ওরফে গ্রেনেড বাবু। কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটি দলীয় প্রার্থী পরিবর্তন ঘটিয়ে উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম বাবুকে দলীয় প্রার্থী ঘোষনা করে ফ্যাক্সবার্তা প্রেরন করে।অপর দিকে গাড়াগ্রাম ইউনিয়নে বিএনপি থেকে সদ্য জাতীয় পাটিতে যোগদানকারী সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন কে, ইউনিয়নে জাপার দলীয় চেয়ারম্যান মনোনীত করা হয়। কিন্তু সেটিও দুপুরে পরিবর্তন ঘটিয়ে ওই ইউনিয়নে জাপার চেয়ারম্যান প্রার্থী করা হয় জোনাব আলীকে।ফলে বিকাল  চারটার দিকে ওই দুই দলের চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে যায়। প্রশ্ন উঠে  ধানের শীষ বা লাঙ্গল প্রতিকের প্রার্থী আসলেই কে । এ নিয়ে উভয় দলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করলে বিএনপি ও জাতীয় পাটির পক্ষে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ওই চার জনই মনোনয়নপত্র দাখিল করে।  এ ব্যাপারে  জেলা নির্বাচন অফিসার জিলহাস উদ্দিন জানান যাচাই বাছাইয়ের সময় যে প্রার্থী দলীয় প্রতিক বরাদ্দের দলীয় অনুমতি পত্র দেখাতে পারবে তার মনোনয়নপত্র বৈধতা পাবে।কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন বিএনপি ও জাতীয় পাটির দলীয় প্রার্থীতা নিয়ে দুটি ইউনিয়নে ডবল প্রার্থীর মনোনয়ন নিয়ে তাদের নিজেদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। তবে পুলিশ তা ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7183946734330559858

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item