দায়িত্ব অবহেলায় মাদ্রাসা সুপারকে কারন দর্শানোর নোটিশ

বিপিএম জয়,কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি ঃ
কিশোরীগঞ্জ উপজেলার ইউসুফিয়া দাখিল মাদ্রাসার এক নবম শ্রেনীর ছাত্রী গনধর্ষনের শিকারের ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ হতে ছাত্রীটিকে সহায়তায় এগিয়ে না আসায়, কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে ওই মাদ্রাসার সুপার খন্দকার আব্দুল মান্নানকে। বুধবার এ নোটিশ প্রদানের মাধ্যমে তাকে তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালকের নির্দেশে ওই মাদ্রাসা সুপারকে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম ।
অভিযোগ মতে চলতি বছরের ১৬ মার্চ বিকালে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে পিকআপে তুলে অপহরন করা হয়। এরপর গণধর্ষনের পর ছাত্রীটিকে ভুট্টা ক্ষেতে ফেলে পালিয়ে যায় ধর্ষনকারীরা। এলাকাবাসী ওই ছাত্রীকে উদ্ধার করে অভিভাবকের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে এখনও চিকিৎসাধীন রয়েছে ছাত্রীটি। এ ঘটনা মামলা হয়। পুলিশ পিকচালক গনধর্ষনের হোতা কে গ্রেফতার করে।কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠানের সুপার খন্দকার আব্দুল মান্নান ছাত্রীটির বিষয়ে কোন খোঁজ খবর নেয়া ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে সহায়তা প্রদান হতে বিরত থাকেন। এমনকি বিষয়টি  মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে অবগত করেননি। বার বার তার কাছে জানতে চাওয়া হলেও তিনি তা এড়িয়ে যান ।এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের রংপুর বিভাগীয় কার্যালয়ের বিদ্যালয় পরিদর্শকের নির্দেশে উক্ত মাদ্রাসা সুপারকে কারন দর্শানোর নোটিশ দিয়ে  তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 537864991294461680

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item