জাপার কাউন্সিল প্রক্রিয়ায় নেই রওশনপন্থিরা


অনলাইন ডেস্ক :



আগামী ১৪ই মে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল। কাউন্সিলকে কেন্দ্র করে কয়েক দফায় বৈঠক করেছে দলটির বর্তমান নেতৃত্ব। কাউন্সিলের তারিখও পেছানো হয়েছে কয়েকবার। কিন্তু শুরু থেকেই এসব প্রক্রিয়া থেকে নিজেদের দূরে রেখেছেন দলটির রওশনপন্থি নেতারা। সর্বশেষ এইচএম এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মঙ্গলবারের কাউন্সিল পূর্ববর্তী প্রস্তুতিমূলক সভায়ও উপস্থিত হননি তারা। রওশনপন্থি নেতারা বলছেন, যেখানে বর্তমান নেতৃত্বকেই আমরা মানি না। সেখানে তাদের আহ্বানে কোনো সভায় অংশ নেয়ার প্রশ্নই আসে না। জাপা সূত্র বলছে, শুধু প্রক্রিয়া নয়, বরং কাউন্সিল বর্জন করার ঘোষণাও আসতে পারে রওশনপন্থিদের পক্ষ থেকে। কাউন্সিলে তাদের মতামতের প্রতিফলন না হলে দলে তৈরি হতে পারে নয়া মেরূকরণ। রওশনপন্থিদের দাবির বিষয়ে এখনও এরশাদের পক্ষ থেকে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে তিনি মঙ্গলবার স্পষ্ট করেই বলেছেন, কাউন্সিলেও দলের চেয়ারম্যান, কো-চেয়ারম্যান এবং মহাসচিব পদে পরিবর্তন আসবে না। তার এ বক্তব্যের পর রওশনপন্থি নেতাদের মধ্যে নতুন করে ক্ষোভ দেখা দিয়েছে। তারা মনে করছেন, দাবি পূরণতো দূরে থাক কাউন্সিলের মাধ্যমে এরশাদ নিজের কর্তৃত্ব আরও শক্তিশালী করবেন। এদিকে মঙ্গলবারের সভায় বিরোধীদলীয় নেতা রওশনকে দল বিভক্ত না করতে অনুরোধ করেছেন পার্টিও চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, আমার স্ত্রী যদি দলের চেয়ারম্যান হতে চান, তাতে আমার আপত্তি নেই। তিনি চেয়ারম্যান হতে চাইলে আমি লিখে দিয়ে যাবো। কিন্তু আমি চাই, যাতে দলে কোনো বিভক্তি না থাকে। যদিও বক্তব্যের শুরুতে এরশাদ জানিয়ে দেন, কাউন্সিলে চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও মহাসচিব পরিবর্তন হবে না। এর আগে কয়েকটি প্রোগ্রামে এরশাদ নিজেই বলেছেন, কাউন্সিলররা চাইলে আমি চেয়ারম্যান থাকবো।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8023771516147659192

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item