জলঢাকায় আ’লীগ ও জাপা’র দলীয় প্রতিক পেলেন যারা

জলঢাকার ইউপি নির্বাচনে আঃলীগের ১১ জন চেয়ারম্যান পদে  মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা উপজেলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক সহিদ হোসেন রুবেলের সাথে
ছবি তুলছেন ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে।
মর্তুজা ইসলাম, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলগত ভাবে করার সিদ্ধান্ত গ্রহন করায় নীলফামারীর জলঢাকার ১১টি ইউনিয়নে ৫ম দফা নির্বাচন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে  আ’লীগ ও জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদে দলীয় প্রতিক পেলেন যারা। তারা হলেন আ’লীগ থেকে নৌকা পেলেন, কৈমারী ইউনিয়নে রেজাউল হক বাবু,শৌলমারীতে পলাশ চন্দ্র রায়,ডাউয়াবাড়ীতে সাইফুল ইসলাম মুকুল,গোলমুন্ডায় আবুল বাশার আবু,বালাগ্রামে আহমেদ হোসেন ভেন্ডার,গোলনায় মশিয়ার রহমান,ধর্মপালে মনোয়ার হোসেন চৌধুরী,শিমুলবাড়ীতে হামিদুল হক,মীরগঞ্জে এহচানুল হক চানু,কাঠালীতে সোহরাব হোসেন তুহিন,খুটামারায় আবু সাঈদ শামীম, এদিকে জাপা’র, ১০টি ইউনিয়নের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। জলঢাকা দাখিল মাদ্রাসা মাঠে এক আলোচনা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মেজর রানা মো. সোহেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি জাফর ইকবাল সিদ্দিকী, সাঃ সম্পাদক আলহাজ্ব শওকত চৌধুরী এমপি। সভায় ১১টি ইউনিয়নের মধ্যে ১০টির প্রার্থী চুড়ান্ত করা হয়। প্রার্থীরা হলেন গোলমুন্ডা ইউনিয়নে অধ্যাপক সামসুল আলম, বালাগ্রাম ইউনিয়নে সাবেক চেয়ারম্যান তহিদুল ইসলাম, ধর্মপাল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জামিনুর রহমান, গোলনা ইউনিয়নে সাবেক প্রধান শিক্ষক নহর আলী, শিমুলবাড়ী ইউনিয়নে ইউপি সদস্য হরিপদ রায়, মীরগঞ্জ ইউনিয়নে তহমিদার রহমান মিলন, কাঁঠালী ইউনিয়নে জাহাঙ্গীর আলম, কৈমারী ইউনিয়নে এ্যাডভোকেট মোফাখখারুল ইসলাম চিনু, শৌলমারী ইউনিয়নে মোহাম্মদ আলী স্বাধীন, ডাউয়াবাড়ী ইউনিয়নে এজাবুল ইসলাম প্রমূখ। এদিকে গত ২১ এপ্রিল উপজেলার ১১টি ইউনিয়নে তফশীল ঘোষনা করে নির্বাচন কমিশনার। তফশীলে ২ মে মনোনয়ন দাখিলের শেষ দিন, ৪ মে যাচাই বাছাই, ১২ মে প্রত্যাহার ও ২৮ মে নির্বাচনের দিন ধার্য করে গনবিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী।

পুরোনো সংবাদ

নীলফামারী 6646584606735288717

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item