জলঢাকায় উপজেলা পরিষদ ও শিকড়ের বর্ষবরন পালন।

মর্তুজা ইসলাম, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় বর্ষবরন পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে মঙ্গল শোভাযাত্রা, পান্তাভাতের আয়োজন করেছে উপজেলা পরিষদ ও সামাজিক সংগঠন শিকড়। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা নিয়ে সামাজিক সংগঠন শিকড় কর্তৃক আয়োজিত ৭দিনব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ষ্হানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা। এসময় উপষ্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবীব, জেলা জাসদের সভাপতি আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ আবু মোঃ দিলওয়ার হাসান ইনাম, অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ একে আজাদ প্রমুখ। পরে পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী মেলার স্টল ও বিভিন্ন খেলা আগত দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত করে শুভেচ্ছা বক্তব্য রাখেন। পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্যে রাখেন পৌর বিএনপির সভাপতি আহমেদ সাঈদ চৌধুরী ডিডু, সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু, সামসুল আলম, হাফিজুর রহমান, মর্তুজা ইসলাম, মিত্তঞ্জয় রায়, আবেদ আলী, তাইজুল ইসলাম তাজু,  মনিরুজ্জামান লেবু। মেলায় বগুড়া, রংপুর,দিনাজপুর ও নীলফামারী থেকে আগত বিভিন্ন রকমের কসমেটিক, খেলা, কুটিরশিল্প, হস্তশিল্প, কাঠ ও মাটির তৈরি শোপিসের ৫০টি দোকান দেওয়া হয়েছে। এছাড়াও কারখেলা,  নাগরদোলা ও চরকি দর্শনার্থীদের জন্যে ব্যবস্হা করেছে মেলা কমিটি।

পুরোনো সংবাদ

নীলফামারী 4823914180928324324

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item