জলঢাকায় বর্ষবরনের ব্যাপক প্রস্তুতি।


মর্তুজা ইসলাম,জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ 



নীলফামারীর জলঢাকায় বর্ষবরনের ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠন "শিকড়"। 
এ উপলক্ষে পহেলা বৈশাখের দিন সকালে  নীলফারীর ৩ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোসস্তফা, উপজেলা প্রশাসন ও শিকড়ের নেতৃত্বে  মঙল শোভাযাত্রা পৌর বাজার প্রদক্ষিণ  করবে। বাঙালীর আবহমান ঐতিহ্য ও সংস্কৃতি লালন , ভাওইয়া, লোক সংগীত, জারি সারি  সহ নাগরদোলা, চরকিখেলা ও বিভিন্ন কসমেটিক, খেলার সামগ্রী নিয়ে দোকান বসবে শিকড় কর্তৃক আয়োজিত ৭ দিনব্যাপী জলঢাকা  ভুমি অফিস সংলগ্ন কাচারিপাড়া মাঠের বৈশাখী মেলায়। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটি সকলের সহযোগিতার জন্যে দাওয়াত কার্ড নিয়ে যোগাযোগ করছে সকলের সাথে। এ বিষয়ে মেলা কমিটির আহবায়ক বাংলাদেশ টুডের জলঢাকা প্রতিনিধি হাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন আমাদের হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি বাঙালীদের মাঝে ফিরিয়ে আনার এটা সামান্য প্রয়াস মাত্র।

পুরোনো সংবাদ

নীলফামারী 8828639732639538396

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item