হুমায়ুন কবীর জীবন,ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

হুমায়ুন কবীর জীবন,ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার শৃঙ্খলা কমিটির এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বহিষ্কৃত ছাত্র হলেন- বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী রিপন আলী।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে রিপন আলীকে স্থায়ীভাবে বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মো. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রিপন আলীকে গত ৬ ডিসেম্বর সাময়িকভাবে বহিস্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।                      

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2959033535513370064

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item