সৌরভ হত্যার চেষ্টা মামলায় এমপি লিটনের স্থায়ী জামিন


মুহাম্মদ শামীম সরকার শাহীন, গাইবান্ধা প্রতিনিধি:

শিশু হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। গাইবান্ধা আমলী আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুব রবিবার দুপুর আড়াইটার দিকে জামিন মঞ্জুর
করেন।এমপি লিটনের আইনজীবী এ্যাড. সিরাজুল ইসলাম বাবু জানান, ষষ্ঠ দফায় ১০ এপ্রিল পর্যন্ত লিটন অন্তর্র্বতীকালীন জামিনে ছিলেন। রবিবার দুপুরে সপ্তমবারের মতো আদালতে স্থায়ী জামিনের আবেদন করা হয়। পরে বিচারক শুনানী শেষে লিটনের স্থায়ী জামিন মঞ্জুর করেন। গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর এনামুল হক বলেন, এমপি লিটন তার আইনজীবীর মাধ্যমে স্ব-শরীরে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। পরে বিচারক শুনানি শেষে স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছেন।॥তিনি আরও বলেন, পুলিশ রবিবার সকালে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে।আদালত মামলার পরবর্তী কার্যক্রমের জন্য মামলাটি উচ্চ আদালতে বদলী করে। প্রসঙ্গত, সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকায় গত বছরের ২ অক্টোবর লিটনের পিস্তুলের গুলিতে আহত হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদত হোসেন সৌরভ (১২)। এ ঘটনায় সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে ৩ অক্টোবর লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4300341744819759415

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item