গাইবান্ধায় জীবনের ঝুকি জেনেও থেমে নেই তামাক শ্রমিকরা

মুহাম্মদ শামীম সরকার শাহীন, গাইবান্ধা প্রতিনিধি:-

তামাক ও তামাকজাত দ্রব্য সেবন মৃত্যুর কারণ। তামাকের নিকোটিন শরীরে প্রবেশ করলে জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নিশ্চিত। এসব জেনেও থেমে নেই গাইবান্ধার  সুন্দরগঞ্জ উপজেলার বেশ কিছু সংখ্যক তামাক পরিচর্যার কাজে নিয়োজিত শ্রমিকরা। উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে প্রতিবছরের ন্যায় এবারও প্রায় দেড়শ একর জমিতে তামাক চাষাবাদ হয়েছে। কম খরচে অধিক লাভের আশায় কৃষকরা তামাক চাষাবাদ আজও ছাড়েনি।বিশেষ করে উপজেলার পাঁচপীর, হরিপুর, বেলকা ও মীরগঞ্জ বাজারে তামাক বেচা-কেনা হয়ে থাকে। স্থানিয় ব্যবসায়িরা তামাক ক্রয় করে গুদামজাত করে রাখার পর তা বিক্রি করে দেন ভিন্ন জেলায়।প্রতি মণ তামাক গ্রেড অনুযায়ি ৪ হাজার হতে ৮ হাজার টাকায় বিক্রি করছেন কৃষকরা। স্থানিয় ব্যবসায়িরা তামাক ক্রয়ের পর গুদাম ঘরে নিয়ে পরিচর্যাকরেন। আর পরিচর্যার কাজে নিয়োজিত রয়েছেন গোটা উপজেলা মিলে হাতেগোনা ১০০জন শ্রমিক। সরেজমিন বেলকা বাজারে গিয়ে তামাক পরিচর্যার কাজে নিয়োজিত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় দীর্ঘদিন থেকে এ পেশায় নিয়োজিত থাকায় হঠাৎ করে অন্য পেশায় জড়িয়ে পড়তে পারছেন না। বেলকা ইউনিয়নের তামাক শ্রমিক ফয়জার রহমান, মফিজল হক, আব্দুর রহমান জানান, সারাদিন তামাক পরিচর্যার কাজ করে রাতে গিয়ে সর্দি, কাশি, পেটের জ্বালা পোড়া এবং শ্বাসকষ্ট জনিত রোগে ভুগতে হয়। তারা জানান, প্রতিদিনের পারিশ্রমিক ২০০ হতে ২৫০ টাকা পাওয়া যায়। জীবন-জীবিকার তাগিদে জীবনের ঝুকি জেনেও এ কাজ করতে হচ্ছে। বেলকা বাজারের তামাক ব্যবসায়ি আবু বক্কর মিয়া জানান, দিন-দিন তামাকের চাষাবাদ কমে যাচ্ছে। তামাক ক্রয় করে রাখলে অনেক সময় দ্বিগুন লাভ
পাওয়া যায় আবার অনেক সময় লোকশান গুনতে হয়। বর্তমানে তামাক পরিচর্যার কাজে নিয়োজিত শ্রমিক সংকট।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 58935967200566994

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item