বীরাঙ্গনা ফুলমতির বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন জেলা প্রশাসক

মুহাম্মদ শামীম সরকার শাহীন, গাইবান্ধা প্রতিনিধি:

স্বাধীনতার ৪৪ বছর পর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতির (৭৩) বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন জেলা প্রশাসক আবদুস সামাদ।সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত (ইউএনও) আবু রায়হান দোলনকে সঙ্গে নিয়ে তিনি বুধবার বিকেলে ফুলমতির বাড়িতে যান। এসময় তিনি ফুলমতির তার শারীরিক ও পারিবারিক বিষয়ে খোঁজখবর নেন।পরে জেলা প্রশাসক আবদুস সামাদ বীরাঙ্গনা ফুলমতির হাতে নগদ ১০ হাজার টাকা তুলেদেন। সেই সঙ্গে ফুলমতির জন্য ঘর, গাভী ও খাস জমি বন্দেবস্তসহজ ছেলে মনিরাজের চাকুরীর বিষয়ে আশ্বাস দেন।এসময় সাদুল্যাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সাবেক ডেপুটি কমান্ডার আবদুর রশিদ আজমী, মুক্তিযোদ্ধা সোনাতন মহন্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা এটিএম মাহাবুবুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার, সাদুল্যাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুলইসলাম রেজা, নব-নির্বাচিত সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খাঁন ও সাদুল্যাপুর ডিগ্রী কলেজের সাবেক ক্রিড়া শিক্ষক রমজান আলী উপস্থিত ছিলেন।প্রসঙ্গত: ৭১’এ মুক্তিযুদ্ধ চলাকালে এক রাতে স্থানীয় এক বিহারীর সঙ্গে হঠাৎ করে পাকিস্তানী পাক বাহিনী ও তাদের সহযোগিরা রাজকুমারী রবিদাস ফুলমতির বাড়িতে প্রবেশ করে। পরে তাকে ঘর থেকে ঠেনে বের করে বাইরে এনেসম্ভাম্যহানী ঘটায় পাকিস্তানী পাক বাহিনীরা।ফুলমতি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা সদরের উত্তরপাড়া গ্রামের মৃত কুশিরাম রবি দাসের স্ত্রী। তিনি সাদুল্যাপুর উপজেলা শহরের ভূমি অফিসের সামনে রাস্তার ধারে সরকারী খাস জমিতে বসবাস করছেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7955419505368600799

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item