সাদুল্যাপুরে ছেয়ে গেছে পোষ্টার, তুঙ্গে উঠেছে প্রচারণা

মুহাম্মদ শামীম সরকার শাহীন, গাইবান্ধা প্রতিনিধি:

দেশের চতুর্থ ধাপে ইউপি নির্বানের লক্ষ্যে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ১১ ইউনিয়নের প্রার্থীদের সাঁটানো পোষ্টার/মার্কা গুলো প্রত্যন্ত গ্রামাঞ্চল ও হাট-বাজারে ছেয়ে গেছে। সেই সাথে প্রার্থীদের প্রচার-প্রচারণাও তুঙ্গে উঠেছে। থেমে নেই তারা। বিরামহীন গতিতেচালিয়ে যাচ্ছেন গণসংযোগ। তাদের কর্মী-সমর্থক নিয়ে ভোরে সূর্য্য উঠার সাথে সাথেই বেড়িয়ে পড়ছেন ভোট প্রার্থনায়। দিন শেষেগভীর রাত পর্যন্ত ভোট ভিক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছেন। আবার ভোটারের বাড়িতে গিয়ে দেখা না মিললে যোগাযোগ করছেন মোবাইলফোনে। প্রার্থীরা উঠান বৈঠকসহ বিভিন্ন মিছিল-মিটিংয়ে ব্যস্তসময় পার করছেন। এছাড়াও অনেক প্রার্থীফেসবুক আইডি খুলে নিজেকে সৎ-নির্ভীক হিসেবে জাহির করে নানা ধরণের রঙ্গিন প্রতীক ও স্ট্যাটাস পোষ্ট করছেন।সাদুল্যাপুর উপজেলা নির্বাচন অফিস সত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ১১ইউনিয়নে ৬শ ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫৯ জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ১শ ৪৯ জন ও সাধারণ সদস্য প্রার্থী ৪শ ৫৬ জন। চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ১১ জন, বিএনপি’র ১১ জন, জাতীয় পার্টির ৮ জন, জাসদ ২ জন, ওয়ার্কাস পার্টির ২ জন ও স্বতন্ত্র ২৫ জনপ্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেছেন।উপজেলার নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে ভোটারেরাজানান, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে অধিকাংশইউনিয়নে ত্রি-মূখী লড়াই হবে। যার মধ্যে আ’লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী। আবার কোন কোন ইউনিয়নে বিএনপি’র প্রার্থীর সাথে হাড্ডা-হাড্ডি লড়াই হতে পারে বলে অনেকে মন্তব্য করছেন।এদিকে প্রার্থীদের মাইকে প্রচারণার ক্ষেত্রে দুপুর দুইটাথেকে রাত আটটা পর্যন্ত প্রচারের নিয়ম থাকলেও প্রার্থীরা তা মানছেনা। তারা এই নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিকট শব্দে মাইক প্রচারণা চালিয়েআসছেন। এতে নির্বাচন আচারণ বিধি লঙ্ঘন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের ব্যাহত হচ্ছে। সেই সাথে সারাদিন পরিশ্রম শেষেআরামে ঘুমাতে পারছেনামানুষ। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবী জানিয়েছেন জনসাধারণ।সাদুল্যাপুর উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আলম জানান, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফশিল অনুযায়ী আগামী ৭ মে উপজেলার ১১ ইউনিয়নে সকাল ৮ টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলা মোট ভোটার সংখ্যা ২লক্ষ ১৯ হাজার ১ শ ৪৬ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৭ হাজার ২শ ১২ জন ও মহিলা১ লক্ষ ১১ হাজার ৯শ ৩৪ জন। সুষ্ঠ ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

পুরোনো সংবাদ

নির্বাচন 5960482112790900360

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item