দেশের মানুষ আজ পরিবর্তন চায়, আবারো জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।- এরশাদ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
প্রধান মন্ত্রীর বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান  আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন সরকার দলীয় পরিচয়ে ইউপি নির্বাচন দেওয়া ঠিক করেনি। গত ৩ দফা নির্বাচনে সহিংসতার ঘটনায় ৬১ জন লোকের প্রাণহানি ঘটেছে। কেননা স্থানীয় ইউপি নির্বাচন নির্দলীয় অনুষ্ঠিত হলে দেশের মানুষ স্বাধীন ভাবে এলাকার উন্নয়নের স্বার্থে পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করতো। তিনি বিএনপি জামাতকে উদ্যেশ্য করে বলেন তারা ক্ষমতায় থাকতে উন্নয়নের নামে লুটপাট ও জঙ্গি কায়েম করেছেন। এখন তারা ক্ষমতায় নেই, তাই ক্ষমতা ফিরে পেতে সরকার হটাও আন্দোলনের নামে হরতাল অবরোধ করিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছেন। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, আবারো জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই আগামীতে জাতীয় পার্টির নেতৃত্বে একক সরকার গঠনের প্রত্যাশায় জাতীয় পার্টিকে শক্তিশালী করতে আগামী ১৬ই মে ঢাকায় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে আপনারা অংশগ্রহন করবেন এজন্য আগাম দাওয়াত করলাম। ¯েœহাশীষ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাবেক সাংসদ আসিফ শাহরিয়ারকে নিজের সন্তান পরিচয় করিয়ে বলেন সেই আগামীতে পার্টির ভবিষ্যত উত্তরসুরী। তাই আপনারা এখন থেকে যেকোন সমস্যায় পড়লে আমার সন্তানের সাথে যোগাযোগ করবেন, সে আপনাদের সব ধরণের সহযোগীতা করবে। তিনি হরিদেবপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনকে উদ্যেশ্য করে বলেন আমি রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার পিতা মরহুম বদিউজ্জামান জামালকে সদর উপজেলার চেয়ারম্যান বানিয়েছিলাম। আশা করি সেও পিতার মত জনগনের জন্য কাজ করবে। এজন্য হরিদেবপুর ইউনিয়নের সাধারণ মানুষকে সুখে শান্তিতে রাখতে যত প্রকার সাহায্য সহযোগীতা করা প্রয়োজন আমি সবই ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনকে সহযোগীতা করব বলে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি উপরোক্ত কথা গুলো  মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর পরিষদ মাঠে উপজেলা হতে নেকির হাট বাজার হয়ে হরিদেবপুর ইউনিয়ন পর্যন্ত এলজিইডির একটি সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধণী অনুষ্ঠানে বলেন। হরিদেবপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাবেক সংসদ সদস্য এরশাদ তনয় আসিফ শাহরিয়ার, এলজিইডি রংপুর এর নির্বাহী প্রকৌশলী মোঃ আকতার হোসেন, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি সদর উপজেলার নির্বাহী প্রকৌশলী মোঃ শফিউর রহমান, সদর উপজেলার জাতীয় পার্টির সদস্য সচিব প্রভাষক রাকিবুল ইসলাম সুজন, যুগ্ম আহ্বায়ক জেলা সদস্য মারুফূজুল ইসলাম সেলিম, হরিদেবপুর ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম দুলু ও খলেয়ার সভাপতি আশিকুর রহমান আলকাছ সহ সদর উপজেলার ৫ ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের সদস্য/ সদস্যাবৃন্দ। পরে সভা শেষে হুসেইন মুহাম্মদ এরশাদ হরিদেবপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এর আগে তিনি এলজিইডির অধীনে অর্থায়নে সড়কটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 7923585369046634723

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item