বাংলাদেশের তুলনায় ইউরোপ-আমেরিকা বেশি জঙ্গি অধ্যুষিত : ইনু

ডেস্কঃ

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “এই মুহূর্তে বাংলাদেশ ইউরোপ-আমেরিকার চেয়েও বেশি নিরাপদ।” শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে প্রয়াত সাংবাদিক আজিজুল হক স্মরণে এক সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশের তুলনায় ইউরোপ-আমেরিকা বেশি জঙ্গি অধ্যুষিত। তাদের চেয়ে বাংলাদেশ সরকার জঙ্গি দমনে বেশি তৎপর ও সফল। আমি মনে করি, বাংলাদেশ সে তুলনায় অনেক নিরাপদ।”
মন্ত্রী বলেন, “দেশের দু-একজন মানুষ বা ব্লগার মারা গেলেই অনেকে বলেন, গণতন্ত্র শেষ হয়ে গেছে। তাদের উদ্দেশে বলতে চাই, গণতন্ত্র একটি কাচের গ্লাস নয় যে, বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটলেই এটি ভেঙে যাবে। তাই যদি হতো, তাহলে ব্রাসেলস এয়ারপোর্টে বা প্যারিসে হামলার এত বড় ঘটনা ঘটার পর দেশ দুটির অস্তিত্বই আর থাকার কথা নয়।”

পুরোনো সংবাদ

প্রধান খবর 6004738511747931780

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item