নীলফামারীতে ফলাফল কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৬ এপ্রিল॥
নীলফামারীর সদরের রামনগর ইউনিয়ন পরিষদে তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ এনে ভোট পূনগণনার দাবি জানালেন ইউনিয়নের পরাজিত দ্বিতীয় স্থানে থাকা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ওবায়দুল ইসলাম।
আজ মঙ্গলবার দুপুরে ইউনিয়নের বাহালীপাড়া চৌধুরী বাজার দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই দাবি জানান তিনি। একই দাবিতে সকালে তিনি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেন। গত ২৩  এপ্রিল ইউনিয়নটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওবায়দুল ইসলাম বলেন, অনুষ্ঠিত নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে জনগণ বিপুল ভোট প্রদান করে আমকে বিজয়ী করেছেন। কিন্তু সুপরিকল্পিত ভাবে ভোট গ্রহনের কাজে নিয়োজিত কর্মকর্তারা যোগসাজোস করে ফলাফল কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত ঘোষণা করেছেন।
তিনি বলেন, কেন্দ্রের ফলাফল উপজেলা পরিষদে আসার পর রাতে  ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম উপজেলা পরিষদ চত্তরে মাইকে ফলাফল ঘোষণা করেন। সেখানে ৬ নম্বর রামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার মোটরসাইকেল প্রতীকে ৯টি ওয়ার্ডে মোট ৫ হাজার ২৯৬ ভোট ঘোষণা দেন। পর্যায়ক্রমে অন্যান্য প্রার্থীর প্রাপ্ত ভোট ঘোষণা করার পর নৌকা প্রতীকে মো. মিজানুর রহমানের ৪ হাজার ৩৬৪ প্রাপ্ত ভোট ঘোষণা দেন। এর পর মিজানুর রহমানকে ৬ নম্বর রামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী বলে ঘোষণা করেন। আমি মঙ্গলবার সকালে ভোট পূনগণনার দাবি জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছি। সঙ্গে রিটার্ণিং কর্মকর্তার ঘোষণার একটি অডিওটিও কপি নির্বাচন কর্মকর্তাকে জমা দিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগের সত্যতা অস্বীকার করে রামনগর ইউপি নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, প্রতিটি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফলের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হয়েছে। অল্প ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার কারণে এ ধরণের অভিযোগ করছেন তিনি।
জেলা নির্বাাচন কর্মকর্তা জিলহাজ উদ্দীন বলেন,‘অভিযোগ পেয়েছি। তিনি চাইলে নির্বাচন কমিশনে আবেদন করতে পারেন। অথবা ফলাফল গেজেট ওয়ার ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইবুনালে মামসলা করতে পারেন।’
ওই ইউনিয়ে ছয় প্রার্থীর মধ্যে  জিয়াউল ইসলাম (ধানের শীষ) ২৮৮, স্বতন্ত্র জামিয়ার রহমান (চশমা) ২৯৬২, সাইয়িদুল মুহাম্মদ আবু হানিফা শাহ  (টেলিফোন)২ হাজার ৪২৮, স্বতন্ত্র নমর উদ্দীন (আনারস) ৬৩ ভোট পেয়েছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4431343443445562109

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item