রংপুর বিভাগের নির্বাচনের ফলাফল


ডেস্ক রিপোর্টঃ


তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুর বিভাগের নির্বাচনের ফলাফল নিচে তুলে ধরা হল-


গাইবান্ধা

গাইবান্ধার সদর উপজেলার ৭টি ইউনিয়নের বেসরকারি ফলাফলঃ

ঘাঘোয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীতি প্রার্থী মো. আমিনুরজ্জামান রিংকু।

গিদারী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হারুন-অর রশীদ (ইদু) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

লক্ষ্মীপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো. মোস্তাফিজার রহমান বাদল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

খোলাহাটি ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী শেখ সামাদ আজাদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কামারজানি ইউনিয়নে জাসদের মনোনীত প্রার্থী মো. আবদুস ছালাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মোল্লারচর ইউনিয়নে জামায়াত সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী মো. আবদুল হাই মণ্ডল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মালিবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলী আযম শাহ্ রনু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নীলফামারী

নীলফামারীর ১২টি ইউনিয়নের মধ্যে ৮টিতে আওয়ামী লীগ ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে নির্ববাচিতরা হলেন- নীলফামারী সদর উপজেলার রামনগরে মিজানুর রহমান বাবু (আ’লীগ), সংগলশীতে মোস্তাফিজার রহমান ফিজার (আ’লীগ), কচুকাটায় আব্দুর রউফ চৌধুরী (স্বতন্ত্র), সোনরায়ে মোস্তফা কামাল (স্বতন্ত্র) ও চড়াইখোলায় মোশাররফ হোসেন বসুনিয়া মানিক।

এছাড়া ডিমলা উপজেলার মধ্যে ডিমলা সদর ইউনিয়নে আবুল কাশেম সরকার (আ”লীগ),  পশ্চিম ছাতনাই ইউনিয়নের  বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার (আ”লীগ), বালাপাড়া ইউনিয়নে জহুরুল হক ভুইয়া (আ”লীগ), নাউতরা ইউনিয়নে সাইফুল ইসলাম লেলিন (আ”লীগ), খালিশা চাপানি ইউনিয়নে আতাউর রহমান সরকার (আ”লীগ),ঝুনাগাছ চাপানীতে মোঃ আমিনুর রহমান(স্বতন্ত্র) এবং পুর্ব ছাতনাই ইউনিয়নে প্রভাষক আব্দুল লতিফ খান (স্বতন্ত্র) বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। 


লালমনিরহাট
তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ ৬, আ’লীগ বিদ্রোহী ১ ও বিএনপি ১।
বিজয়ীরা হলেন, ভোটমারী ইউনিয়নে আওয়ামী লীগ(নৌকা) আহাদুল হোসেন চৌধুরী, মদাতী ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী(আনারস) আব্দুল কাদের, তুষভান্ডার ইউনিয়নে আওয়ামী লীগ(নৌকা) নুর ইসলাম, দলগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ(নৌকা) খ.ম শফিকুল ইসলাম, চন্দ্রপুর ইউনিয়নে বিএনপি(ধানের শীষ) জাহাঙ্গীর আলম, গোড়ল ইউনিয়নে আওয়ামী লীগ(নৌকা) মাহামুদুল ইসলাম মাইদুল, চলবলা ইউনিয়নে আওয়ামী লীগ(নৌকা) সাংবাদিক মিজানুর রহমান মিজু, কাকিনা ইউনিয়নে আওয়ামী লীগ(নৌকা) শহিদুল হক শহীদ বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
রংপুর (মিঠাপুকুর)
পায়রাবন্দ: বেসরকারীভাবে ফয়জার রহমান খাঁন চেয়ারম্যান নির্বাচিত (নৌকা প্রতিক)।
বড়হজরতপুরঃ মোঃ রোস্তম আলী চেয়ারম্যান নির্বাচিত (নৌকা প্রতিক)।
মির্জাপুর: আব্দুর রউফ সরকার বেসরকারীভাবে নির্বাচিত (নৌকা প্রতিক)।
ইমাদপুর: আফসার মিয়া চেয়ারম্যান নির্বাচিত (নৌকা প্রতিক)। 
কাফ্রিখাল: বেসরকারীভাবে নৌকা প্রতীক নিয়ে আশরাফুল ইসলাম আশরাফ জয়ী।
দুর্গাপুর: বেসরকারীভাবে নিয়ে সাঈদুর রহমান তালুকদার জয়ী (নৌকা প্রতিক)
লতিবপুর: মোঃ ইদ্রিস আলী মন্ডল জয়ী (নৌকা প্রতিক)।
ঠাকুরগাও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে তৃতীয় দফায় ইউপি নির্বাচনে আওয়ামীলীগ ৪ টা বিএনপি ১ টা জাতীয় পার্টি ২ টা ও স্বতন্ত্র প্রার্থী ৩ টা বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। বিজয়ী প্রার্থীরা হলেন:

১নং ভোমরাদহ ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের হিটলার হক (বর্তমান চোরম্যান) নির্বাচিত হয়েছেন।

২নং কোষারানীগঞ্জ ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী বিএনপি’র গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন।

৩নং খনগাঁও ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র প্রার্থী কাউসার আলী নির্বাচিত হয়েছেন।

৫নং সৈয়দপুর ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের একরামুল হক (বর্তমান চোরম্যান) নির্বাচিত হয়েছেন।

৬নং পীরগঞ্জ ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম নির্বাচিত হয়েছেন।

৭নং হাজিপুর ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী জাতীয় পার্টির সিদ্দিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

৮নং দৌলতপুর ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী জাতীয় পার্টির কার্তিক চন্দ্র রায়নির্বাচিত হয়েছেন।

৯নং সেনগাঁও ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের মোস্তাফিজার রহমান নির্বাচিত হয়েছেন।

১০নং জাবরহাট ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের হুমায়ুন কবির নির্বাচিত হয়েছেন।

১১নং বৈরচুনা ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

দিনাজপুর (খানসামা)

১ন্ং আলোকঝাড়ি ইউনিয়নে বিএনপির প্রার্থী আ.স.ম. আতাউর রহমান নির্বাচিত হয়েছেন।

২ন্ং ভেড়ভেড়ী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো: হাফিজুল হক সরকার(হাফিজ) নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

৩ন্ং আঙ্গারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ শাহ্  নির্বাচিত হয়েছেন।

৪ন্ং খামারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো: সাজেদুল হক সাজু নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

৫ন্ং ভাবকী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো: শফিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

৬ন্ং গোয়ালডিহি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো: আইনুল হক শাহ্ নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

কুড়িগ্রাম (নাগেশ্বরী)

নাগেশ্বরীর ১৪টি ইউনিয়নের নির্বাচনে ৪টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে। জাতীয় পার্টি থেকে বিজয়ী হয়েছে ৫টি ইউনিয়নে। জাপার বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে ১টি ইউনিয়নে। বিএনপি থেকে বিজয়ী হয়েছে ১টি ইউনিয়নে এবং বিএনপির ১জন বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

আওয়ামী লীগ থেকে বিজয়ী প্রার্থীরা হলেন, রায়গঞ্জ ইউনিয়ন থেকে আব্দুল্লাহ আল ওয়ালিদ মাসুম, সন্তোষপুর ইউনিয়নে লিয়াকত আলী লাকু, রামখানা ইউনিয়নে আব্দুল আলিম ও কেদার ইউনিয়নে মাহবুবুর রহমান। আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছে নুনখাওয়া ইউনিয়নে শাহাবুল হোসেন চশমা ও বেরুবাড়ী ইউনিয়নে আব্দুল মোত্তালেব মটর সাইকেল প্রতীক।

জাতীয় পার্টি থেকে বিজয়ী হয়েছে বামনডাঙ্গা ইউনিয়নে আমজাদ হোসেন, ভিতরবন্দ ইউনিয়নে আমিনুল ইসলাম খন্দকার বাচ্চু ও নেওয়াশি ইউনিয়নে আমজাদ হোসেন, কালিগঞ্জ ইউনিয়নে মতিয়ার রহমান ও কচাকাটা ইউনিয়নে আব্দুল আউয়াল। বল্লভের খাস ইউনিয়নে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী আকমল হোসেন চশমা প্রতীকে নির্বাচিত হয়েছে।

বিএনপি থেকে হাসনাবাদ ইউনিয়নে গোলাম মওলা বাবলু। নারায়ণপুর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী মজিবর রহমান আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন।

পুরোনো সংবাদ

লালমনিরহাট 7301095128137579906

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item