ইউ,পি, নির্বাচনের ফলাফল, আ. লীগ ৪১২, বিএনপি ৬০, জাপা ৪, অন্যান্য ১১২

ডেস্কঃ

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলার ৬৩৯টি ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ১ এপ্রিল বেলা ১২টা পর্যন্ত ৫৯৯টি ইউনিয়নের প্রাপ্ত বেসরকারি ফল অনুযায়ী ৪১২ টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী, ৬৯টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ৬০টিতে বিএনপি প্রার্থী, ১০টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী, ৪টি জাতীয় পার্টি, ২টিতে জাসদ ও ৩৬টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এদের মধ্যে ঝিনাইদহ ও গাইবান্ধায় স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতের দুইজন করে মোট চার প্রার্থী। স্থানীয় রিটার্নিং অফিসাররা এসব তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে  বৃহস্পতিবার দেশের ৬৩৯ টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৩টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে বলে কমিশন জানিয়েছে। এর মধ্যে ৩৩টি ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে কমিশন সূত্র জানিয়েছে।

এ ধাপে ৬৮৪টি ইউপি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হলেও সীমানা সংক্রান্ত জটিলতা, ছিটমহলে অন্তর্ভুক্ত, উচ্চ আদালতের মামলা চলমানসহ নানা সমস্যার কারণে সর্বশেষ তথ্য অনুযায়ী ৪৫টি ইউনিয়নে আগেই ভোট স্থগিত করা হয়।

পুরোনো সংবাদ

প্রধান খবর 6391896105593839079

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item