ডোমারে ৫দিন ব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান


আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

ডোমারে দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে জীবজগতের কল্যাণে ৬০ তম বার্ষিকী ৪০ প্রহর ৫দিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রক্ষ হরিনাম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডোমার পৌর এলাকায় বনওয়ারী মোড় তার বাসভবনে ২২এপ্রিল শুক্রবার শ্রী হনুমান জয়ন্তী উদযাপন, ভোররাত্রী থেকে শ্রীমদ্ভগবত গীতা পাঠ অন্তে, মঙ্গলঘট স্থাপন, শুভ অধিবাস, তুলসি আরতি ও নগর পরিক্রমার মধ্যদিয়ে ২৩ এপ্রিল শনিবার যজ্ঞানুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এতে দেশের বিভিন্ন এলাকার ৬টি সুনামধন্য দল মহানাম পরিবেশন করেন। নামসুধা দেখতে  পার্শবতী উপজেলা দেবীগঞ্জ, ডিমলা, জলঢাকা থেকে আসা হাজারো ভক্তের ঢল নামে, যেনো হিন্দু সম্প্রদায়ের  মিলন মেলায় পরিনত  হয়েছে। এর মধ্যে নারী ভক্তদের উস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিচালক রামনিওয়াস আগরওয়ালা বলেন, দির্ঘ ৫০বছর যাবত যজ্ঞানুষ্ঠান, কির্ত্তন, হিন্দু ধর্ম সভা সহ নানা অনুষ্ঠান আয়োজন করে আসছি। সকল ভক্তেবৃন্দের আর্শিবাদ পেলে আগামীতে এর চেয়ে আরো বড় ধরণের অনুষ্ঠান করা সম্ভব বলে তিনি জানান। ২৮এপ্রিল দুপুর ২টায়  মহানাম যজ্ঞানুষ্ঠানের সমাপ্তি ঘটবে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 3056738114355728377

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item