ডোমার উপজেলায় ইউপি নির্বাচনে বিএনপি’র প্রার্থী সংকট

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে চতুর্থ দফায় ইউপি নির্বাচনে ৫১৫ জনের মনোনয়য়নপত্র দাখিল করছে তাদের মধ্যে বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থীর সংকট দেখা দিয়েছে। যার কারণে সব ইউনিয়নে দলের মনোনিত প্রার্থী দিতে পারেনি এক সময়ের ক্ষমতাশীল দল বিএনপি। তবে বর্তমানে অনেক চেয়ারম্যান প্রার্থী বিএনপির সমর্থিত থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছে। এতে তাদের দলীয় নেতা নয়, স্বার্থের নেতা হিসাবে আস্খায়ীত করেছে অনেক কর্মী। উপজেলায় ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে, ভোগডাবুড়ী ইউপি থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেয়াজুল ইসলাম কালু , কেতকীবাড়ী ইউপিতে আনারুল ইসলাম, গোমনাতী ইউপিতে আফজাল হোসেন হিরো, জোড়াবাড়ী ইউপিতে মজির উদ্দিন, পাঙ্গা মটুকপুরে নুর আলম বাবু, হরিণচড়ায় ওছমান গনি দুলাল, বামুনিয়ায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান।এসব প্রার্থীর প্রত্যেকে বলেন, দলকে ভালবেসে ধানের শীষ প্রতিক নিয়ে তারা নির্বাচন করছেন। অপরদিকে বোড়াগাড়ী, সোনারায় ও ডোমার সদর ইউনিয়নে বিএনপির বাঘা নেতারা থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন তারা। তাদের মধ্যে সদর ইউপিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোসাব্বের হোসেন মানু, জোড়াবাড়ী ইউপির বর্তমান চেয়ারম্যান মনোয়ার হোসেন, সোনারায় ইউপির বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম সরকার, বোড়াগাড়ী ইউপির বর্তমান চেয়ারম্যান ইছাহাক আলী বিএনপির নেতা হয়েও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। উপজেলায় ১০টি ইউনিয়নে একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে, ১৯ এপ্রিল প্রতীক বরাদ্ধ, ৭মে নির্বাচন। এতে ১লক্ষ ৫৬ হাজার ৫০৯ জন ভোটার  তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 771198069127600222

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item