ডোমারে মনোনয়ন বানিজ্যের প্রতিবাদে মানববন্ধনে ছাত্রলীগ

বিশেষ প্রতিনিধি,৪ এপ্রিল॥
চতুর্থ দফার ইউপি নির্বাচনে নীলফামারীর ডোমার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে  অর্থ বানিজ্যের অভিযোগে প্রতিবাদী হয়ে উঠেছে ডোমার ছাত্রলীগের নেতাকর্মীরা। তাই তারা সকলে  সোমবার দুপুরে ডোমার বাজার রেলঘুন্টি মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন ও সমাবেশ করেছে। সেখানে ডোমার উপজেলা আওয়ামী লীগের  সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন ওই ইউনিয়নের মনোনয়ন বঞ্চিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আসিফ, ডোমার কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লা আল মানুন, সহসভাপতি হাফিজুর রহমান প্রমুখ।ডোমার কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, তৃণমূলের ভোটে একক প্রার্থী নির্বাচন করা হলেও মনোনয়ন বানিজ্যের কাছে হার মেনেছে সে সিদ্ধান্ত। সিদ্ধান্ত বাতিল না হলে নৌকার প্রার্থী হাফিজুল ইসলামের সঙ্গে থাকবেনা তৃণমূল।উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ বলেন, ডোমার ইউনিয়নে গত ৩ মার্চের তৃণমূলের সভায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতার জন্য ৪৩ ভোট পেয়ে একক প্রার্থী নির্বাচিত হন তিনি। সে মোতাবেক ইউনিয়ন কমিটি উপজেলা কমিটিকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করে। পরবর্তীতে একক প্রার্থীর প্রত্যায়ন প্রদান করে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। এরপরও গত রবিবার (৩ এপ্রিল) কেন্দ্র থেকে প্রকাশিত আওয়ামী লীগের প্রার্থী তালিকায় আমার নাম (মাসুম আহমেদ)  নেই। সেখানে তৃণমূলের ২২ ভোট পেয়ে পরাজিত হাফিজুল ইসলামের নাম রয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তৃণমূলের রায় উপেক্ষা করে অর্থের বিনিময়ে হাফিজুল ইসলামকে মনোনয়ন পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এখানে যারা দল করে দলের জন্য আন্দোলন করে তারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়। অথচ হাফিজুল দলের জন্য কোনদিন মিছিল মিটিং করেনা। তাকে দেয়া হয় দলের নৌকা প্রতিক।এ  বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, ডোমার উপজেলার ছয়টি ইউনিয়ন এবং বোড়াগাড়ি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগেন সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ প্রার্থী হওয়ায় মোট সাত ইউনিয়নে আমরা একক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছি। একক প্রার্থীর তালিকায় ডোমার সদর ইউনিয়নে মাসুম আহমেদের নাম ছিল। এরপর কিভাবে ডোমার ইউনিয়নে হাফিজুল ইসলামের নাম গেল সেটি আমার জানা নেই।

পুরোনো সংবাদ

নীলফামারী 7840330030728526041

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item