ডোমারে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে তাফসিরুল কোরআন মাহ্ফিল


আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)  প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলর অনুষ্ঠিত হয়েছে। ডোমার ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মোমেনা খাতুন লিল্লাহ্ বোডিং এর উদ্যোগে মাদ্রাসা মাঠে ৩০মার্চ বুধবার সন্ধ্যায়, ডোমার মদিনা হোমিও হলের স্বত্তাধিকারী আলহাজ্ব ডাঃ শামছুল হক ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান মুফাস্সীর হিসাবে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন হযরত মাওলানা আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জাতীয় মুফাস্সীর পরিষদ, লালমনিরহাট। বিশেষ মুফাস্সীর হযরত মাওলানা আব্দুল আব্দুল হামিদ হোসাইনী, খতিব বায়তুল আমান জামে মসজিদ, ডোমার। আয়োজনে ডাঃ ফিরোজ আলম চিনু, আহব্বানে হযরত মাওলানা সামসুদ্দীন হেসাইনী, অধ্যক্ষ, ডোমার ইসলামীয়া ফাযিল মাদ্রাসা। প্রধান পৃষ্টপোষকতায় দায়ীত্বে ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মমিনুল হোসেন রব্বু, সৌজন্যে শাহিন মাইক সার্ভিস এন্ড সাউন্ড সিস্টেম, ডোমার। মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ধর্মপ্রিয় মানুষের ঢল নামে, যেনো মুসলিম উম্মার মিলন মেলায় পরিনত হয়েছে, এদের মধ্যে নারী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাহফিলের আয়োজক কমিটি জানান, মানুষকে আল্লাহর পথে আনতে ১ম বার্ষিকী কোরআনের মাহফিলের আয়োজন করেছি, প্রতি বছর তা চালু থাকবে। আগামীতে জনপ্রতিনিধি অথবা এলাকবাসীর সহযোগীতা পেলে এরচেয়েও আরো বড় ধরনের পদক্ষেপ নিতে পারবে বলে তারা আশা করেন। পরে হাফেজ ছাত্রদের টুপি ও পাগড়ী প্রদান করেন অতিথিগণ। শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা।

পুরোনো সংবাদ

নীলফামারী 911383123009194912

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item