ডিমলায় ১শ বোতল ফেন্সিডিল ও গাজাসহ ব্যবসায়ী আটক

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী)ঃ
নীলফামারীর ডিমলায় পুলিশ অভিযান চালিয়ে ১শ বোতল ফেন্সিডিল ও গাজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে । সোমবার সকালে ডিমলা থানার এসআই তাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বাবুরহাট গ্রামের পুরান থানা এলাকার ভেদু মামুদের পুত্র হাসানুর রহমান (৩৫) কে আটক করে। পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাসিনুরের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। হাসানুরের বিরুদ্ধে ২০১৫ সালের ১২ মার্চ  মামলা নং-৮ ও একই বছরের ১৭ আগষ্ট মামলা নং-১৩ দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ  ক্ষমতা আইনের ২৫-খ (১)(খ) ধারায় মামলা করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হলেও জামিনে এসে আবার ফেন্সিডিল বিক্রি করে আসছে।
অপরদিকে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাজানহ ব্যবসায়ীকে আটক করেছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়ার গেটে গাজা বিক্রির সময় বাবুল ইসলামকে  (৪৫) আটক করে। আটককৃত গাজা ব্যবসায়ী খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র। পুলিশ জানায় গত বছরের ২৬ অক্টোবর রাতে বাবুল ইসলামকে গাজাসহ আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগাড়ে পাঠানো হয়েছিল। ২মাস জেলে থাকার পর আদালত থেকে জামিনে এসে পুনরায় সে গাজা বিক্রি শুরু করে। ডিমলা থানার ওসি রহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করে ২ মাদক ব্যবসায়ীকে সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5541278992022277480

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item