ডিমলায় মৎস্য চাষে সফল সৌদি আবুল


জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ 



মাছ আমিষের চাহিদা পুরন করে। মানুষের শরীর গঠনে মাছ খাওয়া অতি প্রয়োজন। কথায় বলে আমরা ভাতে মাছে বাঙ্গালী। মাছ আমাদের সবার প্রিয় খাদ্য। স্বল্প ব্যায়ে মাছ চাষ করে অধিক আয় করা সম্ভব। মৎস্য চাষ করে সাবলম্বি হতে হলে চাই ঐকান্তিক প্রচেষ্ঠা। যা বাস্তবতায় রুপ দিয়েছেন মৎস্য খামারি সৌদি আবুল। সোমবার বিকালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান জেবেল রহমান (গানি) নীলফামারী ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের আকাশ কুড়ি গ্রামের চিলাখাল পাড়ায় মৎস্য  খামারি সৌদি আবুলের আয়োজনে সাত একর জমির উপর গড়া পুকুরে প্রায় দুই মন বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করার সময় এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন ন্যাশনাল আওয়ামী পার্টির মহা সচিব গোলাম মোস্তফা ভুইঁয়া, নাউতারা ইউনিয়ন ন্যাপ ব্যানারে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন। উক্ত অবমুক্ত করণ সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ন্যাপ আহবায়ক শাহ্ আজিজুল ইসলাম, উপজেলা ন্যাপ সচিব মোফাক্কারুল ইসলাম পল্লব, ন্যাপ যুগ্ন আহ্বায়ক অহেদুর রহমান, নাউতারা ইউনিয়ন ন্যাপ আহ্বায়ক জলিলুর রহমান জলিল, এলাহি বক্স উপজেলা যুব ন্যাপ আহ্বায়ক শাহ্ আলমন সচিব নুর আলম, যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আলী সানু, জিয়াউর রহমান, হামিদুর ইসলাম, যুব ন্যাপ আহ্বায়ক বালাপাড়া লাজু হোসেন প্রমূখ।
খামারি সূত্রে জানা যায়  সৌদি আবুল হোসেন গত ২০১৫ সালে ফেব্রুয়ারী মাসে ১ লক্ষ ৪৬ হাজার টাকার পোনা এবং  অনন্য খরচ সহ প্রায় ৫ লক্ষ টাকা ব্যায় করে ১০ মাসে আয় করেছেন ১১ লক্ষ টাকা। অবমুক্ত করণ অনুষ্ঠান শেষে ন্যাপ চেয়ারম্যান নাউতারা ইউনিয়নের আকাশ কুড়ি গাছবাড়ি, নাউতারা নিজপাড়া, নাউতারা চৌপতিথে দাড়িয়ে থাকা শত শত নেতা কর্মী ও সমর্থকদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 9082546168020410417

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item