মানুষ মানুষের জন্য, পাগলের জন্যও মানুষ রয়েছে


মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি.পঞ্চগড়ঃ



আমাদের সমাজে যখন মূল্যবোধের চরম অবক্ষয় চলছে, তখন ‘সুড়ঙ্গের অপর প্রান্তে ক্ষীণ আলোর রেখা’র মতো কিছু ঘটনা আমাদের আশাবাদী করে।
দেবীগঞ্জ উপজেলা চত্বরে অসুস্থ্য হয়ে পরে থাকা অজানা-অচেনা নাম না জানা পাগলকে দেখতে পান হৃদয়বান মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি সঙ্গে সঙ্গে সেই পাগলকে দেবীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্ত্তি করান এবং কোন ওষুধপত্র বাহির হতে কিনতে হলে সে টাকাও তিনি দেন।
মানবতার কী অপূর্ব নিদর্শন। আমাদের সমাজের মধ্যে অফুরন্ত মানবিক গুণাবলি রয়েছে, তা এমনভাবেই বিকশিত হোক। এরাই হোক একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের অগ্রদূত। 
অনেক পাগল লাঠি হাতে তেড়ে আসে পথচারীদের। অনেক পাগল অশ্লীল গালি দেয়। অর্ধউলঙ্গ পাগল দেখে অনেকে হাসিঠাট্টা করে, তখন খারাপ লাগে। এরাও তো কোনো মায়ের সন্তান।’ 

পুরোনো সংবাদ

পঞ্চগড় 287415463650620947

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item