দেবীগঞ্জে সাব নকল নবীসদের কালোব্যাজ ধারন

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ

বাংলাদেশ নকল নবীস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নির্দেশে স্কেলভুক্ত করাসহ ১২ মাসের পারিশ্রমিক পরিশোধের দাবিতে ও চাকুরী স্থায়ীকরণের দাবিতে মঙ্গলবার সকালে দেবীগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের সামনে  সকল নকল নবীসগণ কালোব্যাজ ধারন করেছেন। এদিন নকল নবীসগণ অফিসে কোন কাজকর্ম, নকল ও বালাম না লিখে অফিসের সম্মুখে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন। দেবীগঞ্জ উপজেলা নকল নবীস অ্যাসোসিয়েশনের সভাপতি অলিয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গত ১২ মাস আমরা কোন বেতন ভাতা পাইনি, পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে জীবন-যাপন করতে হয়। যে পরিমান বেতন দেয়া হয় তা দিয়ে বর্তমান বাজার দরে পন্য পাওয়া যায় না। না খেয়ে ছেলে-মেয়েদের নিয়ে মরে যাওয়ার উপক্রম। তাই অভিলম্বে সরকার আমাদের বকেয়া বেতন পরিশোধ করে, বেতন ভাতা বৃদ্ধি করে এবং চাকুরী স্থায়ীকরণ না করলে ভবিষ্যতে লাগাতার আন্দোলন চলবে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2242782413944550318

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item