ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে মুক্ত আলোচনা

হুমায়ুন কবীর জীবন,ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসের সাংস্কৃতিক কমকান্ড নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের করিডোরে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

ইবি চলচ্চিত্র সংসদের সভাপতি আশিকুর রহমান আতিকের সভাপতিত্বে এবং সদস্য আহনাফ ফয়সাল আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মুনতাসির মামুন সজিব।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি ইমাদ উদ্দিন খান, চেতনায় মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠাতা শিশির ইসলাম বাবু, হৃদয়ে বাংলাদেশের সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ সাজু, রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রোটা শহিদুল ইসলাম, লণ্ঠনের সভাপতি মোর্শেদ হাবিব প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক গৌতম কে শুভ তার বক্তব্যে চলচ্চিত্র সংসদের বর্তমান পরিস্থিতি উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মুনতাসির মামুন সজিব বলেন, ক্যাম্পাসকে সাংস্কৃতিক লীলাভূমি হিসেবে টিকিয়ে রাখতে সংস্কৃতি কর্মীদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে। মিলে মিশে কাজ করতে অঙ্গিকারাবদ্ধ হতে হবে।

এসময় উপস্থিত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা একসাথে কাজ করার অঙ্গিকার করেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকান্ডকে বেগবান করতে মুনতাসির মামুন সজিবসহ ৫জন সদস্য নিয়ে চলচ্চিত্র সংসদ প্রতিষ্ঠা লাভ করে।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 5579997927464232556

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item