চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল ছাড়ার নির্দেশ


স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক পর্যায়ের সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বিকাল তিনটার মধ্যে চারটি ছাত্র হল এবং শুক্রবার সকাল ১০টার মধ্যে একটি ছাত্রী হল খালি করতে নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের ছয়দিনের মাথায় বৃহস্পতিবার এই ঘোষণা আসল।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ ফজুলর রহমান জানান, স্নাতক পর্যায়ের সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে স্নাতকোত্তর ও উচ্চ পর্যায়ের শিক্ষা কার্যক্রম চলবে। বৃহস্পতিবার দুপুরে উপাচার্য মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিভাগীয় প্রধান ও হল প্রভোস্টদের নিয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
তবে বিশ্ববিদ্যালয় বন্ধের এই ঘোষণা প্রত্যাখান করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা ।
আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা অটল ভৌমিক বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। আমরা এই বন্ধের ঘোষণা মানি না।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8368279221393836727

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item