নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ডোমারের চিলাহাটীতে মানববন্ধন

মো: আবু ফাত্তাহ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহের দাবিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। বুধবার দুপুর একটায় নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি চৌরাস্তা মোড়ে প্রায় সহ¯্রাধীক মানুষ ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালন করেন। চিলাহাটি ছাত্র আন্দোলনের আয়োজনে মানববন্ধন চলাকালিন সমাবেশে ছাত্র আন্দোলনের আহবায়ক মোকাদ্দেস হোসেন লিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছাত্রনেতা হাকিমুল ইসলাম বসুনিয়া সুফল, আবু তালেব, মামুন প্রমুখ।
বক্তরা বলেন, ২৪ ঘন্টায় তাদের এলাকায় মাত্র এক ঘন্টা বিদ্যুৎ দেয়া হয়। এতে স্কুল কলেজের শিক্ষার্থীরা ঠিকমতো পড়ালেখা করতে পারছে না। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা চরম সমস্যা পড়ছেন। এলাকার ব্যবসা বাণিজ্যে ক্ষতির পরিমাণও বাড়ছে। বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় কৃষকদের বোরো ক্ষেত গুলো শুকিয়ে বিনষ্ট হবার উপক্রম হয়েছে। এ ছাড়া মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরম র্দুভোগে পরিণত হয়েছে। এসময় তারা দ্রুত এ সমস্যা সমাধান না করা হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7297451715978036260

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item