সুন্দরগঞ্জে ইট ভাটার ধোঁয়ায় ব্যাপক ক্ষতি।ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরন দাবী।

মুহাম্মদ শামীম সরকার শাহীন গাইবান্ধা প্রতিনিধি:
- গাইবান্ধার সুন্দরগঞ্জে ইট ভাটার ধোয়ায় জমির ফসলসহ গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।জানা যায়, উপজেলার নতুন দুলাল মৌজায় অপরিকল্পিতভাবে স্থাপিত। এস স্টার বি (এস স্টার ব্রিক্স) ব্রা-রে ইট ভাটার ধোঁয়ায় আশ-পাশের জমির বোরো ধানসহ বিভিন্ন ফসল, বসত-বাড়ির গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী ঐ ভাটার ইট বিক্রিতে বাঁধা প্রদান করেছেন। আঃ খালেক, খয়বর হোসেন, নূরুন্নবী, মিলন মিয়া, সাইব উদ্দিন, রফিকুল, ওসমান গণি, সোনা মিয়া, ওয়াহেদ আলী, নয়া মিয়া, আঃ মান্নান, মহির উদ্দীন, দেওয়ান দুদু মিয়া, জমিলা, আতেকজানসহ ক্ষতিগ্রস্থ
কৃষক ও বাড়ির মালিকগণ জানান- ভাটায় ইট পোড়ানো ধোঁয়ায় তাদের ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বুধবার সকালে তারা ভাটা মালিকের অনুপস্থিতিতে নিয়োজিত ম্যানেজার আবু তাহের, ইমরান আলী ও নওশা মিয়াকে বিষয়টি জানিয়ে ভাটার ইট বিক্রিতে বাঁধা দিয়েছেন। এ কথা স্বীকার করে ম্যানেজারগণ বলেন- বিষয়টি
ভাটা মালিক সোহেল রহমান ও রাসেল মিয়াকে জানিয়েছেন। তারা ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এব্যাপারে ক্ষতিগ্রস্থরা বলেন- গেল বছর একই কারণে ক্ষতিপুরণ না দিয়ে ভাটা মালিক প্রতারণা করেছে। ভাটা মালিক সোহেল রহমানের সঙ্গে কয়েক দফা কথা বলার চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে
তার ভাই রাসেলর সঙ্গে কথা হলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন-ক্ষতিগ্রস্থদেরকে ক্ষতিপুরণ দেয়া হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)- হাবিবুল আলম বলেন- এবিষয়ে একজন লোক এসেছিলেন, তাকে পরিবেশ আইনে মামলা করার কথা বলা হয়েছে, এরপরও যদি অভিযোগ আসে, তখন ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

জনদূর্ভোগ 875380050438186136

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item