পৌনে ৪ মাসে ৭ জন নিহত শতাধিক আহত, পাগলাপীরের বিভিন্ন সড়কে দুর্ঘটনা আশঙ্কাহারে বেড়ে চলেছে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরের ৫টি সহ জনগুরুত্বপুর্ণ বিভিন্ন সড়কে দুঘটনা বেড়েই চলেছে। বিশেষ করে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে ও জলঢাকা ডালিয়া বুড়িমারী মহাসড়কে আশঙ্কাহারে সড়ক দুঘটনা বেড়ে যাওয়ায় সদর উপজেলার প্রাণকেন্দ্র শিক্ষানগরী পাগলাপীরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র ছাত্রীর অভিভাবক মহলরা তাদের সন্তানদের নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়ছেন। জানাগেছে পাগলাপীর বন্দরের রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে, জলঢাকা ডালিয়া বুড়িমারী, বেতগাড়ী গংগাচড়া ও লাহেড়ীরহাট শ্যামপুর বদরগঞ্জ সড়ক সহ বিভিন্ন জনগুরুত্বপুর্ন সড়কে বেড়ে চলেছে দুঘটনা। গত পৌনে ৪ মাসে অর্ধ শতাধিক দুঘটনায় ৭জন নিহত ও শতাধিক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। বিশেষ করে সাম্প্রতি কালে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের পাগলাপীর বন্দরের অদূরে হরকলি ঠাকুরপাড়া নামক স্থানে জেলখানার কয়েদী পরিবহন ভ্যানের সঙ্গে রিক্সা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ছেলে ও চালক সহ ৭ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সড়কে এইসব দুঘটনা প্রতিরোধে কিংবা দুর্ঘটনা বন্ধে প্রশাসনিক কোন পদক্ষেপ গ্রহন না করায় পাগলাপীরে বিভিন্ন সড়কে চলাচলরত যানবাহনের মালিক চালক শিক্ষার্থী পথচারীরা আতঙ্কে দিনানিপাত করছে। সরেজমিনে বিভিন্ন মহল জানান,  পাগলাপীরের ৫টি সড়ক সহ বিভিন্ন জনগুরুত্বপুর্ণ কাচা পাকা সড়কে বাস কোর্স ট্রাক কার মাইক্রো অটো সিএনজি ভটভটি নসিমন করিমন রিক্সা ভ্যান সহ নানা হালকা পাতলা যানবাহন চলাচলের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় সড়কগুলির ধারণ ক্ষমতা হারিয়ে ফেলছে। ফলে সড়কগুলিতে পরিবহন চলাচলের সংখ্যা ক্রমাগত ও সড়কের প্রস্থতা কম থাকায় পরিবহনগুলি পিটাপিটি ভাবে যাত্রী নিয়ে গন্তব্য স্থানে চলাচলে প্রত্যহ ছোট বড় সড়ক দুর্ঘটনা অহরহ ঘটছে। এদিকে পরিবহনের চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থী পথচারী সহ সাধারণ মানুষজন সড়কের উপর দিয়ে চলাচল করাতো দুরের কথা সড়কের পাড়ি দিয়ে চলাচল এখন দুঃসাধ্য হয়ে পড়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 840138515360430577

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item