এইচএসসি পরীক্ষা শুরু


ডেস্কঃ



আজ রোববার সকাল ১০টায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা দেখতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে গেছেন।

এ বছর দেশের আটটি সাধারণ, মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১২ লাখ ১৮ হাজার ৬২৮। গত বছরের চেয়ে তা ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি।

মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র এবং ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী।

ঘোষিত সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ৯ জুন। এরপর ব্যবহারিক পরীক্ষা ১১ জুন শুরু হয়ে ২০ জুন শেষ হবে।এসএসসি পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষাতেও বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। এরপর দিতে হবে সৃজনশীল অংশের উত্তর।দুই অংশের মাঝে সাধারণ বিষয়ের জন্য ১০ মিনিট ও বিজ্ঞানের বিষয়গুলোর জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। এত দিন এমসিকিউ অংশ পরে হতো।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5050736110965253017

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item