কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

ডেস্কঃ

কাতারের রাজধানী দোহায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিন জন।দোহার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, হতাহতদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বর্ধান, আমরপুর, গাছবাড়ি ও কাতানপুর গ্রামে।কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ জানান,  মঙ্গলবার স্থানীয় সময় সকালে  মাইক্রোবাসে করে কাজে যাওয়ার সময় দোহার কাছে আল শামাল রোডে এই বাংলাদেশিরা দুর্ঘটনায় পড়েন।দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা দুই ভাই ইসলাম উদ্দিন ও মঈন উদ্দিন  ঘটনাস্থলেই নিহত হন। কুরুব উদ্দিন, মো. মুহিবুর রহমান ও ফরিদ উদ্দিনের মৃত্যু হয় হামাদ মেডিকেল হাসপাতালে।  আহত রিয়াজউদ্দিন, হেলাল উদ্দিন ও মো. হুসাইনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  তাদের দুই এক দিনের মধ্যে চিকিৎসকরা ছেড়ে দিতে পারে বলে  আশা করছেন রাষ্ট্রদূত।ওই মাইক্রোবাসের মিশরীয় চালকও এই ঘটনায় আহত হয়েছেন বলে জানান তিনি।     আশুদ আহমেদ বলেন, “নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে কয়েক দিনের মধ্যে আমরা দেশে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি।”চাকরি সূত্রে নিহত বাংলাদেশিদের কোনো সুবিধা প্রাপ্য হয়ে থাকলে দূতাবাসের পক্ষ থেকে সে বিষয়গুলোর ফয়সালা করা হবে বলে রাষ্ট্রদূত জানান।

পুরোনো সংবাদ

প্রধান খবর 8285802167675716488

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item