চিলাহাটিতে পালিত হলো আর্ন্তজাতিক নারী দিবস

এ,আই,পলাশঃ

প্রতি বছরের মত বাংলাদেশ সহ বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৮ র্মাচ আšতর্জাতিক নারী দিবস, ২০১৬ পালিত হচ্ছে। এবছরের প্রতিপাদ্য বিষয় হলো ঃ-অধিকার ও মর্যাদায়/নারী-পুরুষ সমানে সমান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ক্যাম্পাস প্রকল্প এই দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসুচি পালন করে । কর্মসূচীর মধ্যে ছিল রচনা প্রতিযোগিতা , র‌্যালি , মানব বন্ধন , আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান । রচনা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যায়নরত ৮২ জন স্পন্সর শিশু অংশগ্রহণ করে।
এর মধ্যে ১৫ জনকে পুরস্কৃত করা হয়। সকাল ১০.০০ ঘটিকায় র‌্যালিটি প্রকল্প অফিস খেকে বের হয়ে চিলাহাটি বাজার প্রদক্ষিণ শেষে মানব বন্ধন করা হয়। মানব বন্ধন শেষে অফিস চত্ত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জনাব মোঃ কায়কোবাদ হোসেন প্রকল্প সমন্বয়কারী, ইউএসএস চিলাহাটি শাখা। আরো বক্তব্য রাখেন মোছাঃ শেফালী খাতুন,আহবাবায়ক লোককেন্দ্র ফোরাম চিলাহাটি. জনাবা বাবলী রানী রায়,সম্পাদক- সমাজ উন্নয়ন লোককেন্দ্র, জনাবা ফাতেমা বেগম, সম্পাদক,প্রত্যাশা লোককেন্দ্র- প্রমুখ ।  আলোচনায় বক্তাগণ নারীর অধিকার নিশ্চিতকরণ, নারী উন্নয়ন, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার দাবী জানান এবং বক্তাগণ আরো বলেন আজ ভাবার সময় এসেছে , সমতা ও অধিকার নিশ্চিতকল্পে আমরা কতটা এগিয়েছি? আমাদের অর্জন কতটুকু আর কত দূরই বা যেতে হবে ? সমাজ ও রাষ্ট্রের জবাবদিহিতা কতটুকু নিশ্চিত করতে পেরেছি এই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ? নেতৃত্বে নারী আজ কতটা সফল ? তাই এখনই সময় ফিরে দেখার ও যুগপোযোগী কর্মপরিকল্পনা তৈরী করার ।

পুরোনো সংবাদ

নীলফামারী 892524072168546104

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item