সৈয়দপুর পৌরসভার উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ


মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি



নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উদ্যোগে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। ৩০ মার্চ সকালে শহরে মদিনা মোড় থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব আশ্বিষ কুমার, মহিলা কাউন্সিলর মিনারা বেগম, কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। সৈয়দপুর পৌরসভার আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে ওয়ার্ল্ড ব্যাংক শহরের রাস্তাসহ ড্রেন নির্মানে সাড়ে ১০ কোটি টাকা প্রদান করেন। এর মধ্যে কয়েকটি রাস্তা, ড্রেন নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকি গুলোর কাজ চলমান রয়েছে। আধুনিক পৌরসভা গড়তে ওয়ার্ল্ড ব্যাংককে সহায়তার জন্য পৌর কর্তৃপক্ষ রাস্তার ধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় মদিনা মোড় থেকে শহীদ ডা. জিকরুল হক রোড মুক্তিযোদ্ধা অফিস পর্যন্ত ড্রেন নির্মাণের জন্য রাস্তার ওপরে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেন। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী জানান, রাস্তার প্রস্থ বাড়াতে ও ড্রেন নির্মানের জন্য অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা গুলো উচ্ছেদ করা হচ্ছে বলে জানান তিনি। 

পুরোনো সংবাদ

নীলফামারী 4812054202031071089

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item