সৈয়দপুর রেলওয়ে কারখানায় রহস্যজনক অগ্নিকান্ডে তদন্ত শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৩ মার্চ॥
দেশের বৃহত্তম সৈয়দপুর রেলকারখানার অভ্যান্তরে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে তদন্ত শুরু করেন তিন সদস্যের গঠিত তদন্তটিম।
কারখানার ডিজেল শপের ইনচার্জ শামীম নেওয়াজের নেতৃত্বে  জেনারেল ওভারহোলিং শপের ইনচার্জ আরিফুর রহমান ও কারখানার নিরাপক্তা বিভাগের ইনচার্জ (সিআই) আতাউর রহমান তদন্ত করছে।
এই অগ্নিকান্ড নিয়ে নাশকতার প্রশ্ন উঠেছে। তবে সংশ্লিষ্টরা অগ্নিকান্ডের সুত্রপাত নিয়ে এখনও পরিস্কার নয়।
উল্লেখ যে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার জিওএইচ গোডাউন সংলগ্ন এলাকায় থাকা একটি কন্টেইনারের ভেতরে রহস্যজনকভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে রক্ষা পায় কারখানার জেনারেল ওভারহোলিং শর্প’র (জিওএইচ) গোডাউনের  কোটি টাকার মালামাল। এ ঘটনায় জিআরপি থানায় জিডি ও তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়।
অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কাজ চলছে বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নুর আহম্মাদ হোসেন সাংবাদিকদের  জানান, আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 161943841323464563

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item