সৈয়দপুওে ইউপি নির্বাচন, প্রার্থীরা ভোটের ময়দানে

মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫ ধাপে সারাদেশে অনুষ্ঠিত হবে।
সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে চলতি বছরের ৪ জুন। রাজনৈতিক দলগতভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি তাদের প্রার্থী নির্বাচনে দলগতভাবে সিদ্ধান্ত গ্রহনের জন্য সভা সমাবেশ করলেও শুধুমাত্র বিএনপি তাদের চেয়ারম্যান পদে প্রার্থী চুড়ান্ত করলেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তাদের প্রার্থী এখনও চূড়ান্ত করেনি। জামায়াতে ইসলাম রাজনৈতিকভাবে নিবন্ধিত না হওয়ায় তারা দলগতভাবে প্রার্থী না দিলেও বিভিন্ন সূত্রে জানা যায়, স্বতন্ত্রভাবে প্রার্থী দেওয়ার চেষ্টায় আছে। বিএনপির ৫টি ইউনিয়নের মধ্যে ৪টিতে প্রার্থী চুড়ান্ত হয়েছে। ইউনিয়ন ৪টি হল কামারপুকুর ইউনিয়নে লোকমান হাকিম, কাশিরাম ইউনিয়নে আনিছুল হক চৌধুরী, খাতামধুপুর ইউনিয়নে লুৎফর রহমান চৌধুরী ও বাঙ্গালীপুর ইউনিয়নে সাইদুল হক বাবল্
ুবোতলাগাড়ী ইউনিয়নে ভোট গ্রহণ নিয়ে এখনও সংশয় রয়েছে। মামলা সংক্রান্ত জটিলতা নিয়ে গত ৫ বছর যাবৎ ভোট অনুষ্ঠান বন্ধ রয়েছে। তবে চেয়ারম্যান প্রার্থী হিসাবে বিএনপি দলীয় মনোনিত হওয়ার সম্ভাবনা রয়েছে কিবরিয়া সরকারের। আওয়ামী লীগ তাদের প্রার্থী নির্বাচনে ইউনিয়ন কমিটিগুলো দলীয়ভাবে নিজেদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে প্রতি ইউনিয়ন হতে ৩ জন প্রার্থীর নাম জেলা শাখা হয়ে কেন্দ্রে পাঠাবে বলে জানা যায়। জাতীয় পার্টি তাদের প্রার্থী দলগতভাবে ২টি ইউনিয়নে প্রায় চুড়ান্ত করেছে, তারা হলেন কামারপুকুর ইউনিয়নে এমদাদুল হক ও খাতামধুপুর ইউনিয়নে জুয়েল চৌধুরী।
নির্বাচনের এখনও প্রায় ৩ মাস বাকি রয়েছে। তবে প্রার্থীগণ তাদের পে ভোট প্রার্থনা, ঘরোয়া বৈঠক, সভা, বিভিন্ন সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া আত্মীয়তার খোঁজসহ প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে। চেয়ারম্যান প্রার্থীগণ ছাড়াও ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বারগণ তাদের ভোটের কাজ চালিয়ে যাচ্ছে। এ পদগুলো স্বতন্ত্রভাবে ভোট গ্রহণ করা হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4937262586915762556

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item