ট্রাফিক পুলিশকে পিটানোর অভিযোগ সৈয়দপুর পৌর মেয়রের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি॥
ট্রাফিক পুলিশের এক সদস্যকে পিটানোর অভিযোগ উঠেছে নীলফামারীর সৈয়দপুর পৌর মেয়র ও সৈয়দপুর বিএনপির রাজনৈতিক জেলা শাখার সাধারন সম্পাদক আমজাদ হোসেন সরকরের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার রাতে ট্রাফিক পুলিশের পক্ষে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করা হয়।  প্রত্যক্ষদর্শীরা জানায় ট্রাফিক পুলিশের সদস্যকে মেয়র কর্তৃক প্রকাশ্যে লাঞ্চিত করার ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যার দিকে। তার আগে সৈয়দপুর পৌরসভার গাড়ীতে করে মেয়র আমজাদ হোসেন সরকার সৈয়দপুর বিজলী সিনেমা হলের মোড়ে আসে।রাস্তার উপর মেয়র তার গাড়ী দাঁড় করিয়ে একজনের সাথে কথা বলছিল। ফলে ওই সড়কে চরমভাবে যানজোট সৃষ্টি হলে অন্যান্য যানবাহন সহ পথচারিরা চরম দুর্ভোগে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম(৪০) মেয়রের গাড়ী চালককে গাড়ীটি রাস্তার পার্শ্বে সাইড করার অনুরোধ করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে গাড়ীতে নেমে এসে মেয়র আমজাদ হোসেন সরকার ওই ট্রাফিক পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এক পর্যায় ওই ট্রাফিক পুলিশ সদস্যের হাতে থাকা লাঠিটি কেড়ে নিয়ে মেয়র নিজেই ট্রাফিক পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমকে আঘাত করেন।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান ঘটনার দিন রাতেই  ট্রাফিক পুলিশের পক্ষে লিখতি অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে সৈয়দপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সাজেদুর রহমান জানান ঘটনাটি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2305418323857174133

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item