সৈয়দপুরের ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল কর্মসূচির উদ্বোধন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১ মার্চ॥
নীলফামারীর সৈয়দপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ, উপস্থিতি বৃদ্ধি ও পুষ্টিহীনতা রোধে মিডডে মিল কর্মসূচি চালু করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ৫টি ইউনিয়নের ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ওই কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই কর্মসূচির আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিক, বড়দহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মজুমদার, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য প্রমোদ চন্দ্র রায়, সৈয়দপুর প্রেস কাবের সভাপতি আমিনুল হক, সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার আহসান হাবিব সহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক জাকীর হোসেন শিক্ষার্থীদের মাঝে খাবার তুলে দিয়ে মিডডে মিল  কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় দ্বিতীয় লোকাল গর্ভমেন্ট সার্পোট  প্রোগ্রামের (এলজিএসপি-২) অর্থায়নে ওই কর্মসূচি চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে উপজেলার ৫টি ইউনিয়নের ৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিদ্যালয়গুলো হচ্ছে উপজেলার ১নং কামারপুকুর ইউনিয়নের অসুরখাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২নং কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তিনপাই- ২ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩ নং বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর উত্তর চড়কপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪নং বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের ময়দানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এতে উল্লিখিত বিদ্যালয়গুলো তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৪৪৫ জন শিক্ষার্থী এ কর্মসূচির সুবিধা পাবে। পর্যায়ক্রমে উপজেলা সকল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিডডে মিল কর্মসূচির আওতায় আসবে বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7909807913927825234

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item