পাগলাপীরে মহান স্বাধীনতা দিবস পালন

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রংপুরের পাগলাপীরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান দিনব্যাপী নানা আয়োজনে পালন করেছেন। এদিকে দিবসটি উপলক্ষ্যে ৭১ এর স্বাধীনতা যুদ্ধে লাখো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় পাগলাপীর শহীদ মিনারে পুষ্প অর্পন করেন আওয়ামীলীগ পাগলাপীর হরিদেবপুর ইউনিয়ন সভাপতি একরামুল হক ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের নেতৃত্বে আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জাসদ সদর উপজেলার সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েলের নেতৃত্বে উপজেলা জাসদ নেতা নারায়ন চন্দ্র রায়, লুৎফর রহমান, নয়া মিয়া, জাভেদ, সেলিম, মমিনপুর ইউনিয়ন সভাপতি ছন্দ রায়, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম মিয়া,  হরিদেবপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল জলিল, চন্দনপাট ইউনিয়ন সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাহিন, খলেয়া ইউনিয়ন সভাপতি সবুজ রায়সহ জাসদ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্প অর্পন করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে পুষ্প অর্পন করেন। পরে ১ মিনিট নীরবতা শেষে শহীদ মিনার পাদদেশে জাতীয় শোক সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা একরামুল, কাজল মিয়া ও জাসদ নেতা লুৎফর রহমান।
মোহনা কিন্ডার গার্টেনঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মোহনা কিন্ডার গার্টেন এন্ড গার্লস স্কুল (পাগলাপীর) বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে  অত্র প্রতিষ্ঠানের পরিচালক নুরুন্নবী জাহাঙ্গীর, মুশফিকুর রহমান মুক্তা, কায়েদে আজম, আবু ফরহাদ লিটন, দীপক কুমার রায়, অলি আহমেদ মিন্টু, আহসান হাবিব আতিয়ার ও অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক বিএসসি সহ সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। 
আদদ্বীন একাডেমীঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আদদ্বীন একাডেমী পাগলাপীর মিলাদ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ আব্দুল বাতেন সহ সকল পরিচালক শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

রংপুর 6788750294243743121

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item