খলেয়া গঞ্জিপুর কচি কন্ঠের আসর একটি আদর্শ শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার খলেয়া গঞ্জিপুরের ঐতিহ্যবাহী খলেয়া গঞ্জিপুর কচি কন্ঠের আসর একটি আদর্শ  শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠার ৩৩বছরে কয়েক শতাধিক ছাত্র ছাত্রী হতে খড়ি জ্ঞান অর্জন করে শিক্ষায় কেউ বা সংগিতাঙ্গনে নিজেকে আত্মনির্ভরশীলভাবে প্রতিষ্ঠা করতে দেশ কে সোনার বাংলা গড়ার প্রত্যায়ে আত্মসামাজিক উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে। জানাগেছে ১৯৮৪ইং সালের মার্চ মাসে রংপুর জেলার তৎকালীন গংগাচড়া উপজেলার বর্তমান সদর উপজেলার খলেয়া ইউনিয়নের গঞ্জিপুর বাজারে ভুমি অফিস সংলগ্ন একটি খাস জমিতে বিশিষ্ট সংগীত শিল্পি শিক্ষানুরাগী সমাজ সেবক মোঃ হারুন অর রশিদ (সাদা মনের মানুষ) কয়েকজন ক্ষুদে বালক বালিকাদের নিয়ে সেখানে গড়ে তোলেন খলেয়া গঞ্জিপুর কচি কন্ঠের আসর নামে আদর্শ শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠনটি। সংগঠনটিতে দুটি বিষয়ের উপর ছাত্র ছ্ত্রাীদের পাঠ্যদান দেওয়া হয়। একটি সাধারন শিক্ষায় পঞ্চম ও অষ্টম শ্রেনীর ছাত্র/ছাত্রীদের পাঠদান দেয়া হয়। এখান থেকে প্র্রায় ২শতাধিক ছাত্র/ছাত্রি পঞ্চম ও অষ্টম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন।অপরটি সঙ্গীতের উপর এখানে পাঠ্যদান করা হয়। এখানে বিনা বেতনে ভাওয়াইয়া পল্লীগিতি জারি সাড়ি রবিন্দ্র নজরুল সংগীত লালন সংগীত দেশাত্মবোধক আধুনিক সহ বিভিন্ন গানের উপর শিক্ষা গ্রহন করে শতাধিক ছাত্র/ছাত্রী সংগীত জগতে বিরল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন। এদের মধ্যে দুজন ছাত্র বিশ্বনাথ মহন্ত জাপান এবং রিফাত হোসেন রিপন ভারত ও ভুটান সফর করে খলেয়া গঞ্জিপুর কচি কন্ঠের আসরের নাম বিশ্বে ছড়িয়ে দিয়েছে।বর্তমানে রংপুর বেতারে ১৫জন ছাত্র ছাত্রী নিয়মিত শিল্পী হিসেবে সেখানে কাজ করছেন। এছারাও এস কে সানু (মাইটিভি) সহ কয়েকজন ছাত্র দেশের বিভিন্ন চ্যানেলে শিল্পি হিসেবে কাজ করে খলেয়া গঞ্জিপুর কচি কন্ঠের আসরের সুনাম অক্ষুন্ন রাখছেন। খলেয়া গঞ্জিপুর কচি কন্ঠের আসর সংগঠনটির প্রতিষ্ঠা লঘœথেকে অধ্যবধি উপজেলা জেলা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন্ প্রতিযোগিতায় অংশগ্রহন করে খলেয়া গঞ্জিপুরের নাম দেশবাসীর কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে। আগামী ২৫ শে মার্চ খলেয়া গঞ্জিপুর কচি কন্ঠের আসরের ৩৩ তম বর্ষপূর্তি অনুষ্টান। এ উপলক্ষে সংগঠনটি দিনব্যাপী বন্যাঢ্য কর্মসুচী গ্রহন করেছেন।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 289635547560587684

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item