গঙ্গাচড়ার ৩নংবড়বিল ইউনিয়নে এলাকাবসী পুণরায় চেয়ারম্যান দেখতে চায়-কাজলকে

হাজী মারুফ:

প্রথম বারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী আগামী ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সারাদেশ ধাপে ধাপে উপজেলা পর্যায়ে ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুরের ৮টি উপজেলার ৭৬টি ইউনিয়নের মধ্যে ৬৮টি ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হবে। গঙ্গাচড়া উপজেলার ৩নং বড়বিল ই্উনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরজমিনে গেলে বড়বিল ইউনিয়নের বকশিগঞ্জ বাজার, মন্থনা বাজার, গনির মার্কেট, ঠাকুরদাজ, ওকরাবাড়ী, লাঙ্গলেরহাট, মালিপের বাজার, বাগেরহাট, গ্রিয়ার পাড়, চৌধুরীরহাট, পানাপুকুরসহ বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা, দোকান-পাট সব খানে বিভিন্ন শ্রেণির লোকেদের সাথে কথা বলে জানা যায়,
তাদের বিভিন্ন সমস্যার কথা, বড়বিল ই্উনিয়নবাসী পুনরায় চেয়ারম্যান দেখতে চায় বর্তমান ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নুরন্নবি কাজলকে ।এলাকাবাসী বলেন ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে ।গঙ্গাচড়া উপজেলার ৩নং বড়বিল ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছে হ্যামার কাজল চেয়ারম্যান ।  সচেতন সুশীল সমাজ এ প্রতিবেদককে বলেন কাজল উন্নয়ন না করলে তিনবার চেয়ারম্যান হয় কিভাবে? তোমরা গুলা জরিপ করি দেখ কেনে? এদিকে মুঠোফোনে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বলেন আমি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও ডিজিটাল বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ মেনে রাজনীতি করে আসছি। দলকে ভালোবেসে ইউনিয়নের মানুষের সুখে-দুখে পাশে থেকে সেবা করে যাচ্ছি আমি নিজে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী । বৃক্ষ কি ফলে পরিচয় এই শ্লোগান নিয়ে তিনি এগুছেন,দল ভুল করবেনা বলে তিনি মন্তব্য করেন ।

পুরোনো সংবাদ

রংপুর 7741764880412699322

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item