গঙ্গাচড়ায় ইউপি নির্বাচন : বাপ-দাদার ইতিহাস দেখে ভোট দেবেন ১নং বেতগাড়ীর মানুষ

হাজী মারুফ:



একাত্তরের সেই নির্যাতীত পরিবারগুলো আজও ভোলোনি বেতগাড়ীর ইউনিয়নের নির্মম ইতিহাস। তাই আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী ও প্রার্থীর বাপ-দাদার একাত্তরের ভূমিকা কি ছিলো তা স্মরণ করেই ভোট দেবেন ভোটাররা।  ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে যখন বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানকে গ্রেফতার করা হয়। তখন সারাদেশে অসহযোগ আন্দোলন শুরু হয়। পাকিস্থানী শাসক গোষ্ঠি ও সেনাবাহিনী তখন জঘন্য হত্যাকান্ড পরিচালনা করে। সে সময় সারাদেশে সংখালঘু, মুক্তিকামী জনগন নিরাপত্তার অভাবে ভারতে আশ্রয় গ্রহণ করে। দেশের অন্যান্য স্থানের মতো সেই সময় রংপুরের খলেয়া ইউনিয়নের লালচাদপুর, শালবাড়ী ও বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর দোন্দড়া, চান্দামারী, পুটিমারী অঞ্চলে হিন্দু সম্প্রাদায়সহ সাধারণ মানুষ বাঁচার আশায় গর্ভবতী মহিলা, বৃদ্ধ মানুষ, শিশুরা ,নিজেদের বসতভিটা ছেড়ে যে যতটুকু সম্বল হাতে নিয়ে পালাতে শুরু করে। ঠিক সেই সময় তৎকালীর মুসলীম লীগের কিছু নেতাদের নেতৃত্বে বেতগাড়ীর ইউনিয়নের চান্দামারী হরি মন্দিরের সামনে তথাকথিত শান্তি কমিটির নামে রাজাকারের একটি দল ক্যাম্প বসিয়ে হিন্দু সম্প্রাদায় ও মুক্তিকামী মানুদের ধরে তাদের সম্পদ স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা, গরু-ছাগল, লুটপাটসহ বসত-ভিটা দখল ও অসহায় নারীদের উপর নির্যতন চালাতো। এভাবে তারা  প্রচুর সম্পদ অর্জন করে বেতগাড়ী ইউনিয়নের রাজাকারের দলটি। দেশ স্বাধীন হলেও রাজাকাররা জামাত-শিবিরে যোগ দেয়। আজ তাদের সন্তানরা নিজেদের এই বেতগাড়ী ইউনিয়নের সমাজ সেবক ভাবে, এছাড়ও তারা সরাকার দলীয় আওয়ামী লীগের নেতা হিসেবে দাবি করে নেতৃত্ব দিচ্ছে। সরজমিনে গেলে এলাকাবাসী জানায়, রংপুরে গঙ্গাচড়া উপজেলার ১নং বেতগাড়ূী  ইউনিয়নে নির্বাচনে আওয়ামী লীগ.জাতীয় পিিটসহ বিভিন দলের প্রার্থী মাসুদার রহমান কাঞ্চন, বর্তমান ইউপি চেয়ারম্যান অধ্যাপক নির্মেলেন্দু গোস্বামী নির্মল, মোহায়মিনুল ইসলাম মারুফ, লিপ্টন, মনিরুজ্জামান মনি, আক্তারুজ্জামান মানিক, ডাঃ দেব দুলাল রায়সহ অনেকে অংশ গ্রহন করছে। তাই এলাকার সুশিল সমাজের লোকেরা বেতগাড়ী ইউনিয়নবাসীর সকল সম্প্রদায়ের লোকেদের উদ্যেশ্যে আহবান জানিয়ে বলেন ১নং বেতগাড়ূী  ইউনিয়কে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে হলে  সঠিক নেতৃত্বর দরকার। তাই চেয়ারম্যান প্রার্থী ব্যাক্তি ও তাদের পুর্বপুরুষের অতীত ইতিহাস তদন্ত করে স্বাদীনতার পক্ষের সঠিক প্রার্থীকে ভোট দিতে হবে। পৃথিবী যদতদিন থাকবে বাংলার মানুষ সেইসব জামাত-শিবির,রাজাকার ও পাকিস্থানী শাসক গোষ্ঠি নির্মম  খুন, অত্যাচরের কথা  ভুলবেনা।

পুরোনো সংবাদ

রংপুর 6944359931331496153

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item