গঙ্গাচড়ার৭নংমর্নেয়া ইউনিয়নে জাতীয় পার্টির দুর্গ ফিরে পেতে মরিয়া-কলেজ

হাজী মারুফ:

সারাদেশে দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী আগামী ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সারাদেশ ধাপে ধাপে উপজেলা পর্যায়ে ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুরের ৮টি উপজেলার ৭৬টি ইউনিয়নের মধ্যে ৬৮টি ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হবে। গঙ্গাচড়া উপজেলার ৭নং মর্নেয়া ই্উনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরজমিনে গেলে সরজমিনে ঘুরে দেখা গেছে, ৭নং মর্নেয়া ই্উনিয়নের ছোট রুপাইআলাল, দক্ষিন মৌভাষা, পুরাটারী, পাইকারটারী, খলিফার বাজার, চরমর্ণেয়া এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায়  বর্তমান জাতীয়পার্টির নেতা ও মর্নেয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম কলেজ ব্যাপক উন্নয়ন করেছে, এখনও করছে। এবিষয়ে জাপা নেতা ও ৭নং মর্নেয়া ই্উনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম (কালেজ)  প্রতিবেদকদের বলেন আমি ৫বছরে এই ইউনিয়নে বর্তমান সরকারের সহযোগীতায় নদী ভাংগন রোধ থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধান করেছি। এলাকাবসীর অনুরোধে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে এবার নির্বাচন করতে চাই। দল যার যার চেয়ারম্যান সবার এই শ্লোগানকে সামনে রেখে প্রচারণা শুরু করবেন তিনি । তিনি আরো বলেন উন্নয়ন করেছি এখন জনগণ সচেতন তারা নিজেরাই ঠিক করবে চেয়ারম্যান কাকে বানাবেন।

পুরোনো সংবাদ

রংপুর 156971910234401830

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item